নমস্কার বন্ধুরা!,
গত সপ্তাহে আমি কোলকাতার কাছে ৪৫ কিলোমিটার দূরে হালিশহর বাঁধা ঘাটে ঘুরতে গিয়েছিলাম। গঙ্গা বক্ষে অবস্থিত বেশ সুন্দর ঘাটটিতে গাছ গাছালির সমাহার।
বসার জায়গা না পেয়ে আমরা একটি করবী গাছের নীচে বসেছিলাম। বসে থাকাকালীন গাছ থেকে কি যেন আমার মাথায় এসে পড়লো। দেখি এই ফুলটি। স্থান বিশেষে এর নাম ভিন্ন, অনেক জায়গায় কলকে ফুল আবার অনেক জায়গায় করবী ফুল নামে পরিচিত। এর বিজ্ঞান সম্মত নাম Cascabela thevetia। ছোটো বেলায় এই ফুল চুষে মধু খেতাম।
তবে মনে রাখা ভালো এই গাছের ফুল যত সুন্দরই হোক না কেন, এর ফল ও পাতা মারাত্মক বিষাক্ত। Cardiac gylcosides নামক বিষ এতে পাওয়া যায়।
যেখানে বসেছিলাম তার ঠিক সামনেই এক যুগল বসে গল্প করছিলো, ওদের মাঝে একটু পরিসর ফাঁকা ছিলো। ওই শুন্য স্থানটা তাই ফুল দিয়ে ঢেকে দিলাম।
আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন।
CC : @steem-bangladesh, @toufiq777 এবং @boss75