1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 12/08/2020 Weekend Vacation

in hive-138339 •  4 years ago 

Weekend Getaway

As soon as he hears the word weekend the sound of joy starts playing in his mind. Usually on holidays you sleep a little late at night. That is why it is late to wake up in the morning but we have a fixed time for Fajr prayers. We cannot sleep more than that time.

Anyway, I woke up in the morning at the call of my sister. I woke up and saw that breakfast was ready. You were not told that I was staying here with my elder sister. The holidays are especially fun and tasty meals are made and we sometimes go out for a eating, shopping site seen. Today we have a plan to go out and have lunch. Stay with us, even if you can't eat, I will share with you the feeling of eating, Inshallah.

IMG_20200812_150741.jpg
This morning's breakfast was like a foreign breakfast. My sister likes to make tasty food by watching YouTube. We have half-fried eggs for breakfast. Raw tomatoes and cauliflower as well as brown bread that help us digest food. Also some parts of Muslim halal meat which look a lot like bacon.

Even though everything is closed, food shops and medicines are never closed. Since we had planned in advance that we would have lunch outside today, now I am thinking about where to go, it would not be right to go too far, so I decided to eat at Zamzam Tower.

IMG_20200812_150756.jpg

We started our meal with Thai soup. You all know Thai soup is spicy and mushrooms were served there. Mushrooms are very beneficial for health especially for our heart. The food we tried this afternoon was Chinese Fried Rice White Vegetable Barbecue Chicken and Lamb Curry in a word it was awesome we had so much fun.
IMG_20200812_150751.jpg

The food that makes everyone's tongue water when they see it is liked by everyone from old to young. That is my favorite ice cream. What could be the reason that there will be no ice cream after the meal.
IMG_20200812_150757.jpg

I am closing today's article with the hope that we will meet again very soon. I wish you all will be well and healthy.

বাংলায় অনুবাদ

সাপ্তাহিক ছুটি
বন্ধের কথাটা শুনলেই মনের মধ্যে কেমন যেন আনন্দের বাজনা বাজতে শুরু করে। সাধারণত ছুটির দিনগুলোতে রাত্রে একটু দেরি করে ঘুমানো হয় । সে কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় কিন্তু ফজরের নামাজের জন্য আমাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে, আমরা আমরা চাইলেও এরচেয়ে বেশি ঘুমাতে পারিনা ।

যাইহোক সকালে বোনের ডাকে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই দেখি সকালের নাস্তা রেডি আপনাদেরকে বলা হয়নি আমি এখানে আমার বড় বোনের সাথে থাকি। ছুটির দিনগুলোতে বিশেষ মজা হয় এবং মজার মজার খাবার তৈরি হয় এবং আমরা কখনো কখনো বাইরে ঘুরতে যাই আজকে আমাদের একটা পরিকল্পানা আছে আমরা বাইরে যেয়ে দুপুরের খাবার খাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন খাবার খাওয়াতে না পারলেও, খাবার খেয়ে যে অনুভুতি টা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

আজকের সকালের নাস্তাটা একটি বিদেশী নাস্তার মত হয়েছে। আমার বোন আবার ইউটিউব দেখে দেখে মজার মজার খাবার তৈরি করতে পছন্দ করে। সকালের নাস্তার জন্য আমরা হাফ ফ্রাই করা ডিম। কাঁচা টমেটো এবং পাতাকপি সেই সাথে বাদামি কালারের রুটি যা আমাদের খাবার হজম করতে সহায়ক । সেই সাথে মুসলিম হালাল মাংসের কিছু আংশ যা দেখতে আনেকটা বেকনের মতো দেখতে।

সবকিছু বন্ধ থাকলেও খাবারের দোকান আর ঔষধ কখনো বন্ধ থাকে না। যেহেতু আগে থেকেই আমাদের পরিকল্পনা করা ছিল আমরা দুপুরের খাবার আজকে বাইরে খাব এখন চিন্তা করতেছি কোথায় যাওয়া যায় বেশি দূরে যাওয়া ঠিক হবে না তাই উত্তর দেই জমজম টাওয়ারে খাওয়ার সিদ্ধান্ত নিলাম।

আমরা থাই সুপ দিয়ে আমাদের খাওয়া শুরু করেছিলাম। আপনারা সবাই জানেন থাই সুপ জাল হয় এবং সেখানে মাশরুম দেওয়া ছিল । মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে আমাদের হৃদপিন্ডের জন্য ।

বন্ধের কথাটা শুনলেই মনের মধ্যে কেমন যেন আনন্দের বাজনা বাজতে শুরু করে। সাধারণত ছুটির দিনগুলোতে রাত্রে একটু দেরি করে ঘুমানো হয় । সে কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় কিন্তু ফজরের নামাজের জন্য আমাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে আমরা আমরা চাইলেও এরচেয়ে বেশি ঘুমাতে পারিনা ।

যাইহোক সকালে বোনের ডাকে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই দেখি সকালের নাস্তা রেডি আপনাদেরকে বলা হয়নি আমি এখানে আমার বড় বোনের সাথে থাকি। ছুটির দিনগুলোতে বিশেষ মজা হয় এবং মজার মজার খাবার তৈরি হয় এবং আমরা কখনো কখনো বাইরে ঘুরতে যাই আজকে আমাদের একটা পরিকল্পানা আছে আমরা বাইরে যেয়ে দুপুরের খাবার খাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন খাবার খাওয়াতে না পারলেও, খাবার খেয়ে যে অনুভুতি টা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

আজকের সকালের নাস্তাটা একটি বিবৃতি নাস্তার মত হয়েছে আমার বোন আবার ইউটিউব দেখে দেখে মজার মজার খাবার তৈরি করতে পছন্দ করে। সকালের নাস্তার জন্য আমরা হাফ ফ্রাই করা ডিম। কাঁচা টমেটো এবং পাতাকপি সেই সাথে বাদামি কালারের রুটি যা আমাদের খাবার হজম করতে সহায়ক । সেই সাথে মুসলিম হালাল মাংসের কিছু আংশ যা দেখতে আনেকটা বেকনের মতো দেখতে।

সবকিছু বন্ধ থাকলেও খাবারের দোকান আর ঔষধ কখনো বন্ধ থাকে না। যেহেতু আগে থেকেই আমাদের পরিকল্পনা করা ছিল আমরা দুপুরের খাবার আজকে বাইরে খাব এখন চিন্তা করতেছি কোথায় যাওয়া যায় বেশি দূরে যাওয়া ঠিক হবে না তাই উত্তর দেই জমজম টাওয়ারে খাওয়ার সিদ্ধান্ত নিলাম।

আমরা থাই সুপ দিয়ে আমাদের খাওয়া শুরু করেছিলাম। আপনারা সবাই জানেন থাই স্যুপ মশলাদার এবং সেখানে মাশরুম দেওয়া ছিল । মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে আমাদের হৃদপিন্ডের জন্য । আমরা যে খাবারটা আজকে দুপুরে ট্রাই করলাম সেখানে ছিল চাইনিজ ফ্রাইড রাইস সাদা ভেজিটেবল বারবিকিউ চিকেন এবং খাসির তরকারি এক কথায় বলতে গেলে সেটা ছিল অসাধারণ আমরা খুবই মজা পেয়েছি।

যে খাবারটা দেখলে সবার জিভে জল আসে সেটা বুড় থেকে শুরু করে বাচ্চা সবাই পছন্দ করে সেটা হচ্ছে আমার পছন্দের আইসক্রীম। খাবার পরে আইসক্রিম থাকবে না সেটা কি হতে পারে।

খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে এই আশায় নিয়ে আজকের লেখা বন্ধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  4 years ago (edited)

I see you eat very tasty food today. The spicy Thai soup is served great. Like your sister, I try to improve myself by looking at different and interesting recipes from youtube. How much is a Thai soup? #onepercent #turkey #tr

Thank you so Much @alikoc07, Thai soup was only 120 BDT about USD $1.41 Per Cup

It's look like you enjoy you food very much today.
Your sister made food very delicious.my sister also make food for me.

I like your all food picture .

Ice cream is my one of the favorite dessert.
#onepercent #bangladesh

বোনের হাতের রান্না খাবার খেতে খুবই মজা Thank you @nadimmahmud

You have been upvoted by cryptokannon, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit and 500SP Minnowsupport Program You are under our 500SP Minnowsupport Program


Follow @steemitblog for the latest update on Steem Community and come join our #thediarygame Season 2 you can get steem for commenting too with our #onepercent
Steem on!


I feeling great to see @steemcurator03 visited my blog again.

image.png

Looks like, you had spend that day with foods. It will help the reader if you add a caption in your photo.

#onepercent

#bangladesh

greeting from @tarpan