HELLO
MY DEAR FRIENDS
This is @mahmudul20 from bangladesh
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
আজকে আমি বিকালে আসলাম একজন চাচীর দোকানে।তিনি প্রতিদিন বিকাল বেলা রাস্তার পাশে বসে পিয়াজী বড়া ভাজেন।
তিনি বিকাল ৪ টায় পিয়াজী বড়া ভাজা শুরু করেন এবং রাত ৭ টায় বাড়ী চলে যায়।তার পিয়াজী বড়া আমাদের এলাকায় অনেক ফেমাস।খুবে মজাদার। এখানে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে খাওয়ার জন্য।
তিনি এখন পিয়াজী ভাজা শুরু করছেন
আমি কিছু পিয়াজী কিনলাম খাওয়ার জন্য।
সত্যি! খাইতে অনেক মজা লাগছে।
★★★
আশা করি আমার তোলা পিকচার গুলো আপনাদের ভালো লেগেছে।
পিয়াজু খেতে অনেক মজা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit