আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা!
কেমন আছেন সবাই। আমি @mamunxxx 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি বাংলাদেশের ইতিহাসে ১ম যাত্রীবাহী বিমান দূর্ঘটনা সম্পর্কে লিখবো।
ঠিক ৩৭ বছর আগে বাংলাদেশের ইতিহাসে ১ম যাত্রীবাহী বিমান দূর্ঘটনায় ৪৯ জন যাত্রীর সবার মর্মান্তিক মৃত্যু হয়েছিল এবং বাংলাদেশের ১ম মহিলা বৈমানিক কানিজ ফাতেমা রোখসানা ছিলেন তাদের মধ্যে অন্যতম~
গতকাল ৫ই আগষ্ট ছিল সেই সেই মর্মান্তিক দূর্ঘটনার ৩৭ তম বার্ষিকী,যে দুর্ঘটনার উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন heart attack এ মারা গিয়ছিলেন।
বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে প্রচন্ড বর্ষণে land করতে গিয়ে রানওয়ের পরিবর্তে পার্শ্ববর্তী ডোবায় স্বাভাবিক অবতরন করে পানিতে তলিয়ে যায়। বিমানটির লেজের কিছু অংশ পানির উপরিভাগে দেখা গেলেও, বিমানটি খুঁজে পেতে কর্তপক্ষের ৮ ঘন্টা সময় লেগেছিল এবং অক্সিজেন শেষ হয়ে সবার মর্মান্তিক মৃত্যু হয়েছিল~~