The Daily Dairy Games (25/01/2022) Nice day for me!!!!!!

in hive-138339 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আমি একজন নতুন ইউজার। আমার অজান্তে অনেক ভুল হয়ে যেতে পারে। আর আপনারা সবাই সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ ২৫ জানুয়ারী রোজ মঙ্গলবার। আজকে আমি আমার সারাদিনের কাজ সম্পর্কে আপনাদের জানাবো। চলুন তাহলে শুরু করা যাক।

সকাল

IMG20220124112127.jpg

সকালে ঘুম থাকি উঠলাম। তারপরে ব্রাশ করে নাস্তা করলাম। নাস্তা করার পরে বাহিরে চলে গেলাম। আসার পরে একটু ঘুরলাম। ঘুরাঘুরির পরে আমি দোকানে চলে আসলাম। সেখানে আমার এক মামুর সাথে দেখা হয় তাকে নিয়ে একটু ঘুরাঘুরি করলাম চলে গেলাম রামনাথপুর এর ওইদিকে। রামনাথপুর ঘুরাঘুরির পর হাঁটতে হাঁটতে চলে গেলাম বোর্ড হাট। ওখানে হালকা-পাতলা নাস্তা করলাম, অনেক গল্প করলাম।বোর্ড হাটে আমরা দুই ঘন্টা ধরে মামু সহ বিভিন্ন রকমের গল্প করলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি।

দুপুর

IMG20220124161357.jpg

তারপর আমার ভাতিজি মানে আমার আম্মুর সাথে কিছু সময় দুস্টামি করি।তখন সময় দুপুর একটা। তার পড়ে গোসল করি।গোসল করার পরে খাওয়া করি।খাওয়া পরে একটু ঘুমাই। ঘুম থাকি উঠলাম চারটায়। ঘুম থাকি উঠার পর ফ্রেস হয়ে বাইরে চলে যাচ্ছি ওই সময় আমার আম্মু টা আমাকে বলতেছে আমিও যাব আমিও যাব, আর কান্না করতেছে খুব। ওকে নিয়ে আবার বাইরে চলে আসলাম। আমরা বাইরে এসে দোকান দেখাইতেছে সে নাকি খাবে, যে চাচ্চু আমাকে এটা দাও ওটা নিয়ে দাও। কি আর করার নিয়ে দিলাম। তার পরে অনেক সময় তাকে নিয়ে ঘুরলাম। আম্মু টাকে আমি খুব ভালবাশি। তাকে অনেক ভালো লাগে আমার। তারপর ওকে বারিতে রেখে আসি। মানে ভাবিকে দিয়ে চলে আসি আবারও বাহিরে। তার পরে আমদের এলাকার এক দোকান এ বসে আড্ডা দিলাম। সেখান থাকে এক ভাই-এর সাথে দেখা হয়। কিছুক্ষন গল্প করি। গল্প করে অনেক ভালো লাগলো। তার পরে বেশ কিছু সময় চলে যায়। তার পরে আবার বারিতে চলে আসি। বারিতে আসার পর আবার ঐ আম্মুর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তার পরে আবার বাহিরে চলে আসলাম আসার পরে আমদের এলাকায় এক দোকানে আড্ডা দিলাম সবাই মিলে অনেক রকমের কথা বললাম। তার পরে এবার চলে লাম আমাদের এলাকার ময়দানের এই দিকে।

রাত

IMG_20220125_220417.jpg

সেখানে দেখা হয় আমার এক ভাইএর সাথে তার সাথে আবার অনেক সময় ধরে গল্প করলাম। গল্প করতে করতে সাতটা বাজলো। তার পরে আবার চলে আসলো আমার ওই মামু। মামুর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তারপর অনেকটা সময় চলে যায়।এইভাবে রাত নয়টা বাজে বাড়িতে চলে আসি আসার পরে খাওয়া করি এখন চিন্তা করতেছি বাহিরে আর যাব না এখন ঘামাবো। এই ভেবে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন হাতে নিয়ে পোস্ট লিখতেছি। তারপর এইটা পোস্ট করে দিয়ে আমি এখন ঘুমাবো।

আশা করি আপনাদের আমার এই গল্পটা ভালো লেগেছে। আর যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমা করে দিয়েন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো পোস্ট করেছেন৷ তবে একাউন্টটি আগে ভেরিফাই করে নিন।

thanks

বর্তমানে স্টীমিট ব্লগ থেকে কিউরেশন টিম তৈরি করা হচ্ছে। আপনি যদি ভালো পোস্ট করেন। তাহলে ০১ থেকে ভালো ভোট পেতে পারেন। বিস্তারিত জানতে The Community Curators are Back…. এই পোস্টটি দেখুন।