১৫০০ বছর ধরে আজো দাঁড়িয়ে আছে, রাসূল (সা.) সেবক “সাহাবী গাছ”

in hive-138339 •  3 years ago 

মরুভূমিতে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে দুঃসাধ্য সেখানে হাজার বছরের উপর একটি গাছ বেঁচে থাকা সত্যিই অবাক করার মত বিষয়। পৃথিবীতে এত পুরনো কোন গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মুসলিমরা এটিকে “সাহাবী গাছ” বলে থাকেন গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে ১৫ শত বছর ধরে দাঁড়িয়ে আছে।

shahabi-tree-jordan-bdpress.jpg
source

মরুভূমি রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন ও শুকনো, কিন্তু এক সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ-শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে।

44.jpeg
source

তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোন বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যতদূর চোখ যায় কোন বৃক্ষরাজি সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন। উত্তপ্ত মরুভূমির গাছটি ছিল লতাপাতা হীন শীর্ণ ও মৃতপ্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপের সেই মৃতপ্রায় গাছের তলায় বিশ্রাম নিতে বসেন। উল্লেখ্য রাসূল (সাঃ) যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘোমালা তাকে ছায়া দিত এবং তার দিকে বৃক্ষরাজি হেলে পড়েছে তাকে ছায়া দিত।

Shahabi-Tree.jpg
source

মুহাম্মদ (সাঃ) তাঁর চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসে ছিলেন তখন তাদের ছায়াদিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে উঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভড়ে যায় সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। মহানবী (সাঃ) যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন। সেই গাছটি ১৫০০ বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে এবং আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত সেখানে ও তার আশেপাশে কয়েকশত কিলোমিটার এলাকার মধ্যে আর কোন গাছ নেই চারিদিকে মরুভূমি আর মরুভূমি বালুকাময় মরুভূমিতে দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহর কুদরতের নিদর্শন সেই সাহাবী গাছ।

@marouf22

Thank You.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!