আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার পোশা কোয়েল পাখি গুলোকে খাবার ও পানি দেই সথে আাছে আমার পোশা মুরগি সেগুলোকে ও খাবার ও পানি দেই তারপর আমি হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে মটরসইকেলে করে আমার বোনের বাসা জাওয়ার জন্য রওনা দেই আমার বাসা থেকে আমার বোনের বাসা প্রায় ৬০ কিলোমিটার জেতেহয় এতো দুর রাস্তা একটানা মটরসইকেল জেতে শরির অনেক চাপ পরে তাই মাঋ রাস্তায় একটু বিশ্রাম নিয়ে আবার বোনের বাসার উদ্দেশে রওনা হই এরপর বোনের বাসায় গিয়ে পৈছাই সকাল ১১ টায় ওখানে আমার কাজ সেরে দুপুরের খাবার খেয়ে আবার আমি আমার বসার উদ্দেশে রওনা হই দুপুর ২ টায় আর বাসা এসে পৈছি বিকাল ৪ টায় বাসায় এসে ফ্রেস হয়ে বিকালের চা নাস্তা করে বাজারে জাই গিয়ে কিছু কাচা বাজার করে আবার বাসায় আসি এসে আবার রাতে আমার কোয়েল পাখি ও মুরগি কে খাবার ও পনি দেই এরপর আমি আর আমার ৩ বছরের ছেলে সহ রাতের খাবার খাই তারপর আমি আমার ছেলেকে ঘুমপারায় দেই এরপর আমি নিজেই ঘুমাই।
আমার ডায়েরী গেম
3 years ago by mazedulislammasu (64)
$0.13
- Past Payouts $0.13
- - Author $0.07
- - Curators $0.05
62 votes
- + steem-bangladesh: $0.091 (12%)
- + justyy: $0.017 (0.09%)
- + dlike: $0.011 (6%)
- + toufiq777: $0.006 (9%)
- + kingcent: $0.001 (6%)
- + humblesoul: $0.001 (12%)
- + abenavidez: $0.000 (100%)
- + jianan: $0.000 (1.09%)
- + rosatravels: $0.000 (1.09%)
- + phlexygee: $0.000 (6%)
- + yuxuan: $0.000 (1.09%)
- + foodielifestyle: $0.000 (1.09%)
- + blockcleaner: $0.000 (1.09%)
- + razuahmed: $0.000 (6%)
- + mrspointm: $0.000 (1.09%)
- + happyukgo: $0.000 (1.09%)
- + ericandryan: $0.000 (1.09%)
- + tinyfish: $0.000 (50%)
- + mrpointp: $0.000 (1.09%)
- + sheya: $0.000 (1.09%)
- … and 42 more