আজকের দিন সোমবার
১৭ই মে ২০২১
বৃষ্টি আনন্দ বয়ে নিয়ে আসে।
গীষ্মকালে খুব খরমের মধ্যে যখন বৃষ্টির আভাস পাওয়া যায় তখন মনের মধ্যে যেন আলাদা ভালো লাগা শুরু হয়ে যায়। তেমন একটি দিন হচ্ছে আজ, প্রচন্ড গরম সারাটি দিন কিন্ত এখন বইছে রহমতের বৃষ্টি। এটা যে কী আনন্দের বিষয় কখনও ভাষায় প্রকাশ করা যাবে না।