হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো।আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে।আমার মাতৃভাষা বাংলাতে আজকে আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এলাম।
তো বন্ধুরা গতকাল ছিল শুক্রবার।আর শুক্রবার মানেই আমার কাছে বিশেষ দিন।কারণ শুক্রবার আমাদের দেশের সাপ্তাহিক সরকারি ছুটির একটি দিন।অন্যান্য দিনের চেয়ে এই দিনটিতে আমরা খুব বেশি ফ্রি থাকি এবং ভ্রমণের জন্য উপযুক্ত একটি দিন।আপনারা জানেন আমি শুক্রবারের সময়টা উপভোগ করি গ্রামে থাকার চেষ্টা করি, গ্রামের প্রকৃতি মাঝে সময় কাটাই।শুক্রবারে বেশিরভাগ সময় আমি গ্রামের প্রকৃতির মাঝে কাটিয়ে দেই।
আর প্রকৃতির মাঝে কাটানো সময়গুলো আমি সবসময় আপনাদের মাঝে শেয়ার করি, এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে।প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে আর এই বিষয়গুলো শেয়ার করতে আমি খুব আনন্দ বোধ করি।
তবে বন্ধুরা গতকালকে বিকেলের সময়টা একটু ভিন্নভাবে কাটিয়েছি।গতকাল শুক্রবার বিকেলে আমি ও আমার বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করলাম।এরপর আমরা বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমি ও আমার বন্ধু, আমার বন্ধুর নাম আল-আমিন সাকিব।তো আমি ও আমার বন্ধু মাঝে মাঝেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের জন্য।তবে আমরা গতকাল মোটরসাইকেল নিয়ে গ্রামের ভিতর দিয়ে যাত্রা শুরু করেছিলাম।
আমাদের উদ্দেশ্য ছিল আমাদের বাসা থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বদিকে অবস্থিত পাথরাইল নামক একটি এলাকায় যাওয়ার জন্য।সেই পাথরাইল এলাকায় আমাদের পরিচিত এক মামার চায়ের দোকান আছে সেখানে স্পেশাল চা বানায়।মূলত সেই চা খেতেই গিয়েছিলাম।অবশ্যই অনেকেই ভাবতে পারেন চা খেতে এতো দূরে।হ্যাঁ অবশ্যই এটা একটা শখ, অনেক এমন জায়গা রয়েছে দূরে দূরে যে অনেক স্পেশাল খাবার আইটেম পাওয়া যায়।সেগুলো খাওয়ার জন্য আমি ও আমার বন্ধু মাঝে মাঝেই দূরের স্থানগুলোতে ভ্রমণ করি।এটা জীবনের সত্যিই মজার একটি বিষয়।
সেই চা আমরা এর আগেও খেয়েছিলাম, তো সেই চা খেতে খুবই মজা ছিল।তাই গতকাল বিকেলে সেই চা খেতে যাওয়ার জন্যই আমি ও আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের ভিতর দিয়ে।সেই এলাকায় যাওয়ার জন্য সোজাসোজি অবশ্য রাস্তা রয়েছে কিন্তু আমরা সেই রাস্তায় না গিয়ে আমরা গ্রামের ভিতর দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিয়েছিলাম।তো গ্রামের ভিতর দিয়ে মোটর সাইকেলে নিয়ে যাওয়ার সময় গ্রামের দু'পাশের প্রকৃতি আমরা সত্যিই উপভোগ করেছি, বিশেষ করে আমি সময়টা বেশ উপভোগ করেছি।
গ্রামের ভিতর দিয়ে ছোট রাস্তার দু'পাশে শুধু সবুজ প্রকৃতি ও সবুজ গাছ ইত্যাদি ও কিছু কিছু বাড়ি ইত্যাদি দেখা যায়।মোটর সাইকেল নিয়ে গ্রামের এরকম ছোট রাস্তার ভিতর দিয়ে ভ্রমন আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি,এতে প্রকৃতির শীতল বাতাস অনুভব করা যায় তখন।আমরা যে সকল গ্রামের ভিতর দিয়ে যাত্রা শুরু করেছিলাম গ্রামগুলো সত্যিই সুন্দর ছিল।গ্রামের ভিতরের ছোট রাস্তাটা খুব সুন্দর ছিল, দু'পাশে শুধুই প্রকৃতি।মাঝে মাঝে গ্রামের দু-একজন মানুষ দেখা যায়।সত্যিই অসাধারণ দৃশ্য ছিল চারদিকে সময়টা আমি সত্যিই খুব উপভোগ করেছি।
আমার বন্ধু মোটর সাইকেল চালাচ্ছে, আমি পিছনের সিটে বসে আছি মোটরসাইকেল চলতেছে গ্রামের রাস্তার ভিতর দিয়ে দু'পাশের সুন্দর প্রকৃতি দেখতেছি।সেই মুহূর্তে প্রকৃতির সৌন্দর্যের দৃশ্যগুলো ক্যাপচার করবো না তা কি হয়।আমার কাছে স্মার্টফোন ছিল এরপর আমি পিছনের সিটে বসে বসে চলন্ত মোটর সাইকেলের উপর বসে বসেই কিছু ছবি তোলার চেষ্টা করেছি।আমি দু'পাশের প্রকৃতি, রাস্তা ইত্যাদির ছবি তোলার চেষ্টা করেছি।
ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন।চলন্ত মোটর সাইকেলের উপর থেকে ছবি তুলেছি সর্বোচ্চ ভালোভাবে তোলার চেষ্টা করেছি হয়তো একটু কিছু কিছু ছবি অস্পষ্ট হয়েছে, অস্পষ্ট হয়েছে তাতে কি আমিতো আপনাদের প্রকৃতির সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি সময় গুলো সত্যিই সুন্দর ছিল।তো গ্রামের ভিতর দিয়ে চলতে চলতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যার সময় আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছিলাম।আমরা যখন চা খাওয়ার জন্য আমাদের গন্তব্য স্থানে পৌঁছেছি তখন অনেক মানুষের ভিড় ছিল অন্ধকার হয়ে গিয়েছিল তাই সেখানে আর ছবি তুলতে পারি নাই।
এরপর আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে এরপর আবার বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।তো বন্ধুরা গতকাল শুক্রবার বিকেলে গ্রামের ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সময়টা সত্যিই খুব উপভোগ করেছিলাম আমার খুবই ভালো লেগেছে।তাই সেই সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।তো বন্ধুরা ভাল থাকুন সবাই এবং সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোন ব্লগ নিয়ে।
...ধন্যবাদ আমার ভ্রমণের ব্লগ টি পড়ার জন্য।
APPICS MAINNET ANNOUNCEMENT WITH 500 STEEM GIVEAWAY
APPICS is the easiest way to share pictures & videos on the blockchain and get rewarded with both STEEM and APX tokens! 📱
I'd like to invite you to join our mobile apps for iOS and Android, where you can simply login with your steemit account and start getting rewarded for your passion. APPICS is the most engaged dApp in the STEEM ecosystem!
We are going to launch our mainnet this 16th march after months of testing. For this exciting moments we will giveaway 500 STEEM to Steemit and Appics users who have 50+ Reputation score. Please enroll here to get elligible for giveaway.
Team APPICS
Everything you need to know about APPICS: https://linktr.ee/appics
Visit our Website: https://appics.com
Join us on Telegram: https://t.me/appics_official
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://steemit.com/trending/hive-177021
Please this is new steemit community please joined and help this community .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit