,,,,,আসসালামু আলাইকুম,,,,
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো দলে আছি।
মাশরুম
ট্রেন
আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে আমি নামাজে গেলাম নামাজ শেষ করে আমি হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাটঁতে আমি বাজারে গেলাম। আজকে সকালটা কী সুন্দর লাগলো ও বলে বুঝাতে পারবো না এতো সুন্দর পূর্ব দিকে কী সুন্দর সূর্য ও খুব সুন্দর লাগলো। সকালবেলা এই সুন্দর যো দেখা যায়। তার পর বাজারে এসে কিছু ট্রেনের ছবি তুললাম। তার পর আমি বাসাতে আসলাম। এসে হাতমুখ থুইলাম তার পরে আমি কিছুক্ষণ ঘুমাইলাম। তার পরে ঘুম থেকে উঠে অনলাইন ক্লাস করলাম। তার পরে আমি কিছু বাড়ির কাজ করলাম তার পাশে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে সকালের নাস্তা করলাম। তার পরে আমি কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। তার পরে আমি নিচে নাম লাম। নিচে নেমে আমি পুকুরপাড়ে গেলাম এখানে বসে পুকুরের কিছু ছবি তুললাম। তার এখানে বসে গেমস খেলাম আজকে আমি প্রথম হইলাম ওও ২ টা মেস খেলছি ২ মেসে আমি প্রথম হইলাম। তার পরে সেই মেয়ে টা ফোন দিলো তার সাথে কিছুক্ষণ রাগারাগি হলো তার পরে ফোনটা কেটে দিলাম। তার পরে বাসাতে এসে কিছুক্ষণ গান শুনলাম।
দুপুরবেলা আমি গোসল করলাম। তার পরে আমি নামাজে গেলাম। নামাজ শেষ করে আমি বাসাতে আসলাম। বাসাতে এসে সবাই মিলে দুপুরের খাবার খাইলাম। তার পরে আমি ঘুমাই লাম এক ঘুমে বিকাল হয়ে গেছে। তার পরে আমি নিচে নাম লাম। সেই মেয়ে টা ফোন দিলো, সে বলে sorry আমার ভুল হয়ে গেছে। আমি ফোন টা কেটে দিলাম। তার পরে পুকুরপাড়ে বসে গান শুনলাম আর কিছু গল্প করলাম। তার পর আমি গেমস খেলা শুরু করলাম। আর গেমস খেলতেও ভালো লাগলো না। কারণ সেই মেয়ে টা ফোন দিলো আমি ধরলাম না। সে ১০ বারের মতো ফোন দিলো আমি ধরিনি।তার পরে আমি বাসাতে আসলাম। তার কিছুক্ষণ পরে মাগরিবের আযান দিলো আমি নামাজ গেলাম। নামাজ শেষ করে বাসাতে এসে হাতমুখ থুইলাম তার পর কিছু নাস্তা করলাম।
রাতেরবেলা আমি পড়াশোনা করতে বসি। তার পরে কিছুক্ষণ ফোন টিপাটিপি করলাম। তার পরে ফোন চাসে দিলাম। তার পরে মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার পরে ৯ঃ০০টা সময় আমি টেলিভিশন দেখতে গেলাম। আর ১০ঃ০০ সময় আমার সবাই মিলে রাতের খাবার খাইলাম। তার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তার পর রুমে এসে শুইলাম তার কিছুক্ষণ পরে সেই মেয়ে টা ফোন দিলো। আমি ফোন টা বন্ধ করে রাখলাম।
ওকে সবাই ভালো থাকেন আর ভালো দলে থাকেন।
আর আমার জন্য দোয়া করবেন আমি জানো ভালো করে কাজ করতে পারি।
ওকে গুড নাইট,
গুড বায়।