The diary game : 04/10/2020steemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

কিন্ত আমি বেশি ভালো নাই।

আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে নামাজে গেলাম। তার পরে কিছুক্ষণ হাঁটা হাঁটি করলাম। তার পরে বাসাতে এসে আবার ঘুমাইলাম। তার পরে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পর অনলাইনে ক্লাস করলাম। তার কিছু কাজ ছিলো সেটা করলাম। তার পরে মা খাবার তৈরি করলো।

তার পরে আমি সকালের নাস্তা করলাম। তার পরে কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। তার পরে আমি রুমে এসে গেমস খেলা শুরু করলাম। গেমস খেলা শেষে আমি ফোনটা চাসে দিলাম। তার পরে আমি একটু বই নিয়ে বসলাম। তার পরে ফোন নিয়ে নিচে নাম লাম। তার পরে পুকুরপাড়ে বসে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে গেমস খেল লাম। তার পরে নারিকেল পাড়তে গেয়ে বাংলাদেশের জনপ্রিয় পিপঁড়া কামুড় দিলো। আমার হাত পা একটম শেষ। তার পরে নারিকেল না পরে নাম লাম। তার পরে হাত পা দেখি ব্যাতা।

আমাদের বাড়ির রাস্তা, MWFG+2H Gopinathpur

received_960913677760294.jpeg

তার পরে একটা আন্টির কাজ থেকে চুন নিলাম।তার পরে কিছুক্ষণ পুকুরপাড়ে বসে ছিলাম। তার পরে বাসাতে এসে হাতমুখ থুইলাম। তার পরে আমি কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। তার পরে মা বলে গোসল কররে।

দুপুরবেলা আমি গোসল করলাম। তার পরে মসজিদে আযান দিলো আমি নামাজ গেলাম। তার পরে কিছুক্ষণ হাঁটা হাঁটি করে এসে দেখি কে জানো একজন এসেছে। তার পরে আমি আমার রুমে এসে কিছুক্ষণ গান শুনলাম। তার ঔ লোকটা চলে গেলো। তার পর সবাই মিলে খাবার খাইলাম। তার পরে আমি কিছুক্ষণ গেমস খেলা শুরু করে দিলাম। তার পরে গেমস খেলা শেষে করে। ফোনটা চাসে দিলাম তার পরে আমি কিছুক্ষণ এর জন ঘুমাই লাম। ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে নিচে নাম লাম। তার কিছুক্ষণ পরে মসজিদে আযান দিলো আমি নামাজে গেলাম। তার পরে আমি পুকুর পাড়ে বসে গান শুনলাম। তার পরে আবার সেই গেমস খেলা শুরু করে দিলাম।
তার পরে দেখি মাগরিবের আযান দিলো আমি নামাজ পরলাম। তার পরে বাসাতে এসে কিছু নাস্তা করলাম।

লাল পিঁপড়া, MWFG+2H Gopinathpur

received_307348857367839.jpeg

received_339986140472991.jpeg

রাতেরবেলা আমি পড়াশোনা করতে বসি। তার সাথে আমি কিছুক্ষণ ফোন টিপাটিপি করি। তার পরে ফোন চাস দিলাম। এখন আমি মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার পরে ৯ঃ৪৫ এ আমি টেলিভিশন দেখতে গেলাম। ১০ঃ০০ টার সময় আমি খাবার খাইলাম। তার পরে আমি ঘুমাই লাম। ওকে সবাই ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি জানো ভালো করে কাজ করতে পারি।

ওকে গুড নাইট।
গুড বায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ ১০০% পাওয়ার আপ ও গুগল লোকেশন কোড ব্যবহার করার জন্য