আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পরি।
তার পরে আবার ঘুমাইলাম। ঘুম থেকে উঠে ৮ঃ০০ টা টিকে উঠে নাস্তা করলাম। তারপর আবার গেমস খেলা শুরু করলাম। তার পরে মামির সাথে মজা করলাম। তার পরে দোকানে যাই এখনে 7up খাইলাম। তার পরে খালুর সাথে মজা করলাম। মামার বাসা থেকে খালার বাসাতে গেলাম। আমার ভালোবাসা মতে পরে free fire গেমস।
আমি free fire গেমস খেলতে ভালোবাসি । মেয়েদের থেকে আমি free fire গেমসকে বেশি ভালোবাসি। free fire গেমস খেলতে এখন খুব সমস্যা হচ্ছে। তাই আর গেমস খেলতে পারতেছি না। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে খুব তাই এখন আমি নাটক দেখতেছি।
আমি
দুপুরবেলা আমি গোসল করলাম তার পরে খাবার খাইলাম। তার পরে কিছুক্ষণ ঘুমাইলাম ১ ঘন্টা সময়, তার পরে আবার গেমস খেলা শুরু করলাম। তার পরে আবার কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলেগেলো তাই আর কোন কাজ করতে পারলাম না। কিছুক্ষণ পরে মামির বাসা থেকে লোকজন আসলো। তাদের খাবার দিলাম আর আজকে খুব গরম ছিলো। কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসলো। তাদের খাওয়া শেষে আমরা আবার খাইলাম। ৩ঃ০০ টা টিকে আবার গেমস খেলা শুরু করলাম।
বিকালবেলা নিয়ে বড় খালার বাসাতে গেলাম। তাকে নিয়ে মামার বাসা তে আসলাম। বড় খালার মেয়ের সাথে খুব মজা করলাম। আর কিছু সপ্ন ছিলো সেটা আর সত্য হলো না। এখন মোটরসাইকেল নিয়ে দাদী কে নিয়ে আসলাম । মামার বিয়ে বলে কথা।
রাতেরবেলা কিছুক্ষণ বৃষ্টি হলো যখন আমি গান শুন লাম আর কিছু গল্প শুনলাম। তারপর ০৯ঃ০০ টা সময় খাবার খাইলাম। খাওয়ার পরে খালার বাড়িতে আসলাম। এখানে এসে কিছুক্ষণ খালাতো ভাই এর ছেলে মেয়ে গুলো সাথে খুব মজা করলাম। এখানে ১০ঃ৫৯ মিনিটে আবার খাবার খাইলাম। কিছুক্ষণ পরে আবার free fire গেমস খেলা শুরু করলাম। কিছু সময় এর জন্য গেমস খেললাম। তার পরে আবার কিছুক্ষণ গান শুনলাম। আবার নাটক দেখলাম।ঘুমাতে ঘুমাতে ১২ঃ০০ টা সময় খুব ঘুম ধরলো তাই ঘুমাতে গেলাম। গুড নাইট সবাই কে। ভালো থাকবেন সবাই।
Thank you
@mdmomin12