আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো দলে আছি।
আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পর আমি কিছুক্ষণ হাঁটা হাঁটি কর লাম। তার পরে আমি আবার ঘুমাইলাম। সকালে আবার ৮ঃ০০ সময় ঘুম থেকে উঠে অনলাইন ক্লাস করলাম। তার পরে আমি গান শুনলাম আর বাড়ির কাজ করলাম। তার পরে নতুন একটা গেমস খেল লাম। তার পরে আমি মুখ ধুইলাম। তার পরে আমি আর আমার মা ২ জন মিলে সকালের নাস্তা কর লাম। তার পরে আমি কিছুক্ষণ আমি গান শুনলাম। তার পরে আমি টেলিভিশন দেখতে গেলাম ওওও খুব সুন্দর একটা ছবি দিয়েছে। তার পরে আমি নিচে নাম লাম নিচে নেমে পুকুরপাড়ে বসে কিছুক্ষণ টেলিভিশন কর লাম। তার পরে আমি গেমস খেল লাম। তার পরে আমি likee ভিডিও তৈরি কর লাম।তার পরে আমি ভিডিও গুলো একটু সুন্দর কর লাম। তার পরে আমি কিছুক্ষণ live বে কথা বল লাম। তার এখানে ৫ টা diamond পাইলাম।ওও কী সে মজা। তার পরে খালাতো ভাই এর মেয়ে সাথে খেলা কর লাম। তার পরে আমি আবার likee ভিডিও তৈরি করলাম। তার পরে আমি কিছুক্ষণ মোটরসাইকেল চালাই লাম। একটু বাজারে গেলাম। ফোন টা দেখাই লাম। বাজারে গুল লাম। তার পরে আমি বাসাতে আস লাম। বাসাতে এসে হাতমুখ থুইলাম। তার পরে কিছুক্ষণ টেলিভিশন দেখলাম।
আমাদের কেলোকার ছোট পুকুর
আমাদের বাসার পাশে এই রেললাইনটি অবস্থিত
এ্যালমান্ডা ফুল
দুপুরবেলা আমি গোসল করলাম তার মসজিদে আযান দিলো।আমি নামাজে গেলাম। তার পরে বাসাতে এসে সবাই মিলে খাবার খাইলাম । তার পরে সেই মেয়ে টা ফোন দিলো আমি তার সাথে কথা বললাম। তার পরে আমি ঘুমাই লাম এক ঘুমে বিকাল। বিকাল বেলা আমি পুকুরপাড়ে গেলাম। এখানে বসে কিছুক্ষণ গান শুনলাম আর গল্প করলাম।তার পরে আমি like ভিডিও তৈরি করলাম । তার পরে আমি সেই মেয়ে টা কে ফোন দিলাম। তার সাথে কথা বললাম। তার পরে বাসাতে এসে হাতমুখ থুইলাম। তার কিছু নাস্তা করলাম।
আমাদের বাসার পাশে এ বিড়াল গুলো থাকে
রাতেরবেলা আমি পড়াশোনা করতে বসি। তার পাশে কিছুক্ষণ ফোনে টিপাটিপি করি। তার পরে মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার পরে ৯ঃ০০ সময় আমি টেলিভিশন দেখতে গেলাম। আর ১০ঃ০০ সময় আমার সবাই মিলে খাবার খাইলাম। তার পরে সেই মেয়ে টা ফোন দিলো তার সাথে কথা বললাম। তার পরে ঘুমাই লাম।
ওকে সবাই ভালো থাকেন আর ভালো দলে থাকেন।
আর আমার জন্য দোয়া করবেন আমি জানো ভালো করে কাজ করতে পারি।
ওকে গুড নাইট
গুড বায়।
লেখায় অনেক ভুল রয়েছে। ভুল গুলো সংশোধন করার চেষ্টা করতে হবে৷ আবার ডায়েরি গেমে জয়েন করার জন্য ধন্যবাদ
#the1000daysofsteem এই ট্যাগটি এখন ব্যবহার করার প্রয়োজন নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit