আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন।
আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পরি। তার পরে কিছুক্ষন হাঁটা হাঁটি করি। তার পরে বাসাতে এসে কিছুক্ষণ ঘুমাই। তার পরে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে অনলাইন ক্লাস করলাম। তার পরে তার পরে আমি নাস্তা করলাম। নাস্তা করতে-করতে আমার বোন কল দিয়ে বলে আমাকে তোর ভাই নতুন মোটরসাইকেল পাইছে। আমি বললাম ভালো তো মিষ্টি দে তাহলে সে বলো তাহলে আমার বাসাতে অছো।আমি বললাম করোনা ভাইরাসের নিয়ে যাবো ওকে। তার পরে আমি কিছুক্ষণ গেমস খেলা শুরু করলাম। তখন আমি প্রথম হইলাম ওও খুব সুন্দর লাগছে।
আমার কিছু সপ্ন ছিলো সেটা আর সত্য হলো না। আরে কী কষ্ট সপ্ন গুলো সত্য হলে যে কী মজা হতো। তার পরে আমি নিচে নাম লাম নিচে নেমে দেখি একটা বন্ধু আসলো তার সাথে কথা বললাম। তার পরে পুকুরপাড়ে বসে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে আবার গেমস খেলা শুরু করে দিলাম। তার পরে দুই জন্য সাথী আসলো তাদের সাথে কথা বললাম। তার পরে তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তার পরে বাসাতে আসলাম এসে হাতমুখ থুইলাম। তার পরে কিছুক্ষণ টেলিভিশন দেখলাম।
দুপুরবেলা আমি গোসল করলাম। তার পরে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে মসজিদে আযান দিলো আমি নামাজে গেলাম। নামাজ শেষ হলে আমি কিছুক্ষণ হাঁটা হাঁটি করলাম। তার পরে বাসাতে এসে কিছুক্ষণ পরে খাবার খাইলাম। তার পরে আমি টেলিভিশন দেখতে গেলাম। তার পরে রুমে এসে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে আমি ফোন টা চাস দিলাম। তার পরে আমি কিছুক্ষণ ঘুমাইলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ গেমস খেলা শুরু করে। তার ৩ঃ৪৫ এর দিকে নিচে নাম লাম। তার পরে কিছুক্ষণ নিচে গিয়ে গেমস খেলা শুরু করলাম।আজকে আমি খুব ভালো করে খেলতে পারলাম না। ফোনে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাই। তার পরে বাসাতে এসে হাতমুখ থুইলাম। তার কিছুক্ষণ পরে আযান দিলো। আমি নামাজে গেলাম নামাজ শেষ করে একটু বাজারে গেলাম। এখানে বন্ধু দের সাথে গল্প করলাম। তার পরে কিছুক্ষণ ট্রেনের ছবি তুললাম। তার পরে বাসাতে এসে হাতমুখ থুইলাম। তার কিছুক্ষণ পরে আযান দিলো। আমি নামাজে গেলাম নামাজ শুরু হলো। নামাজ শেষে হলে আমি আর আমার ২ সাথী কে নিয়ে হাঁটা হাঁটি করলাম। তার একটা নাম্বার দেখে ফোন আসলো আমি তার সাথে কথা বললাম। সেই নাম্বার থেকে ফোন আসলো সে একটা মেয়ে ছিলো। তার পরে বাসাতে এসে হাতমুখ ধুইলাম। তার পরে কিছু নাস্তা করলাম।
রাতেরবেলা আমি পড়াশোনা করি। তার পাশে একটু ফোন টিপি। তার পরে ফোন চাস দিলাম। তার পরে থেকে পড়া শোনা শুরু করে দিলাম।তার পর আবার কিছু খাবার খাইলাম। আমার পুরি অনেক বড় হয়ে গেছে। তার খালি খিতা লাগে তাই বেশি করে খাবার খাই। তার পরে আমি ৯ঃ৫৫ মিনিটে টেলিভিশন দেখতে গেলাম। এখানে খুব সুন্দর একটা ছবি দিছিলো এই ছবি দেখলাম। তার পর ১০ঃ৩০ এর দিকে খাবার খাইতে আসলাম। খাবার খাওয়া শেষে আমি কিছুক্ষণ হাঁটা হাঁটি করলাম। তার পর রুমে এসে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে গেমস খেলা শুরু করলাম। গেমস খেলতে খেলতে দেখি ১২ঃ০০ টা বাসে। তার পরে কিছুক্ষণ Facebook এ ভিডিও দেখলাম। তার পরে ঘুমাই লাম। ওকে সবাই ভালো থাকেন। গুড নাইট। সবাই আমার জন্য দোয়া করবেন।
গুড বায়