আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আর ভালো দলে আছেন।
আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পরে আমি নামাজে চাই।
নামাজ পরে আমি কিছুক্ষণ হাঁটা হাঁটি করি। তার পরে বাসাতে এসে আবার ঘুমাইলাম। তার পরে ঘুম থেকে উঠে হাতমুখ থুইলাম। তার পর অনলাইন ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি একটু ছোট ঘরে গেলাম। তার পরে আমি রুমে এসে কিছুক্ষণ গান শুনলাম আর কিছু বাড়ির কাজ করলাম। তার পরে আমি নাস্তা করলাম। তার পরে কিছুক্ষণ ফোন চাস দিলাম আর আমি টেলিভিশন দেখতে গেলাম। এখানে ভালো একটা ছবি দিছে। তাই বসে বসে দেখলাম। তার পর রুমে এসে কিছুক্ষণ গেমস খেললাম। আর গেমস খেলা শেষে করে আমি আবার কিছু খাবার খাইলাম। তার পরে আমি নিচে নাম লাম। নিচে নেমে আমি কিছুক্ষণ হাঁটা হাঁটি কর লাম। তার পরে পুকুরপাড়ে বসে কিছুক্ষণ গান শুনলাম। তার পরে আমি একটা বন্ধু সাথে কথা বললাম। আর কিছু কখন এর জন আবার বাসাতে এসে টাকা নিয়ে গেলাম। বন্ধু কে দিলাম ৫০০ টাকা তার পরে কিছুক্ষণ এক সাথে খুললাম। তার পরে সে চলে গেলো। আমি পুকুরপাড়ে বসে YouTube চালু কর লাম। তার পরে আমি গেমস খেলা শুরু করলাম। আমি প্রথম মেস এ ৪০ নাম্বার মারা গেলাম। তার পরে আমি আর একটা মেস গেলাম সেখানে আমি প্রথম হলাম। ভালো লাগলো প্রথম হয়ে তার পরে আমার সাথী ভাই ২ জন আসলো তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম তার পরে ২ জন মিলে গেমস খেলা শুরু করে দিলাম। ২জন মিলে প্রথম হইলাম ওও খুব মজা পাই লাম। তার পরে কিছুক্ষণ গান শুনলাম আর গেমস খেলতে লাগলাম। তার পরে আমি কিছুক্ষণ গেমস খেলা শেষে করলাম। কারণ আমি তার ফোন দিয়ে গেমস খেলতে শুরু করলাম। কারণ সে diamond ২ তে উঠবে। তাই তার ফোন দিয়ে গেমস খেলা শুরু করে দিলাম ওও ভালোই লাগলো প্রথম হয়ে। তার পরে সে diamond ২ তে উঠলো। তার পরে আমি বাসাতে আসলাম। বাসাতে এসে হাতমুখ থুইলাম তার পর কিছুক্ষণ টেলিভিশন দেখলাম।
My photography
দুপুরবেলা আমি গোসল করলাম। তার পরে মসজিদে আযান দিলো আমি নামাজ গেলাম। নামাজ শেষ করে কিছুক্ষণ হাঁটা হাঁটি করলাম। তার পরে বাসাতে এসে দুপুরের খাবার খাইলাম। তার পরে একটা নাম্বার দেখে ফোন দিলো। সে বলে আপনি আমার নাম্বারে sms করেছিলেন। আমি বললাম কোন নাম্বার আপু সে বলে শেষে ৬৬ নাম্বার। আমি বললাম sorry এই নাম্বার তো নাই আমার ফোন তাহলে কেমনে দিবে sms সে বলা ও তাহলে ভুল নাম্বারে ফোন দিয়েছি sorry. তার পরে আমি কিছুক্ষণ গান শুনলাম। তার পরে আমি ঘুমাই লাম। এক ঘুমে বিকাল তার পরে আমি নিচে নামলাম। তার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর কিছু গল্প শুনলাম তার পরে গেমস খেলতে খেলতে দেখি মাগরিবের আযান দিলো আমি বাসাতে আসলাম। বাসাতে এসে হাতমুখ থুইলাম তার পরে কিছু নাস্তা করলাম।
রাতেরবেলা আমি মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। আর ফোন টা চাস দিলাম। ৯ঃ০০ টা সময় আমি টেলিভিশন দেখতে গেলাম। আর ১০ঃ০০ টার সময় আমার সবাই খাবার খাইলাম। তারপরে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তার পরে আমি ঘুমাইলাম। ওকে সবাই ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করবেন আমি জানো ভালো করে কাজ করতে পারি। ওকে গুড নাইট, গুড বায়।
STEEM-BANGLADESH COMMUNITY
JOIN US ON Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেক্টু সাজিয়ে লেইখেন ভাই। যেনো ভালো দেখা যায় আরকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit