Hello..!!
My Dear steemians,
How are you Everyone ?
Hope you all are fine and having a good day.
I am @mdsamad from Bangladesh.
MY VILLAGE IN TEN PICTURES
Picture : 1
Scene of filling the truck with soil
Location:https://w3w.co/legislative.ruthlessly.bathhouses
মেশিনের
সাহায্যে ট্রাকে মাটির ভরা একটি দৃশ্য। সাধারনত এভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে মাটি খনন করে । তার পর তা ট্রাকে ভরতি করা হয়। আর এই ট্রাক এই মাটি বয়ে নিয়ে যায় ইটের ভাটায়। এবং সেখান থেকেই এই মাটি দিয়ে তৈরি করা হয় ইট। আর তাই মাটিকে ইট তৈরি করার প্রধান উপাদান বলা হয়।
Picture : 2
A group of cows
Location:https://w3w.co/loft.baguette.ensnared
. একজন মানুষ (রাখাল) তার এক পাল গরু নিয়ে মাঠে চরাতে যাচ্ছে । সাধারণত গ্রামের মানুষের (রাখালের) অনেকগুলো গরু থাকে যার জন্য তারা সেইগুলো প্রতিদিন নিয়ম করে বাসা থেকে বের করে চরাতে নিয়ে যায়। আর এই ছবিটি ঠিক তখনই তোলা যখন মানুষ (রাখাল) তার গরুগুলো মাঠে চরাতে নিয়ে যাচ্ছিল।
Picture : 3
Picture of our high school
Location:https://w3w.co/blows.newsmaker.bathers
. আমাদের গ্রামের মাধ্যমিক বিদ্যালয়। আমাদের স্কুলের নাম জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু আছে। তাছাড়াও আমাদের এই বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর এবং এটি তিন তলা বিশিষ্ট।
Picture : 4
When watering paddy fields
Location:https://w3w.co/scatter.editor.whereupon
এটি হলো গ্রামাঞ্চলের মানুষের একটি সেচ প্রকল্প ব্যবস্থা । সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ শ্যালো মেশিনের সাহায্যে তাদের জমিতে সেচ ব্যবস্থা করে থাকে । আর এই ছবির মাধ্যমে এটাই বোঝান হচ্ছে যে যখন জমিতে ধানের জমিতে সেচ বা পানি দিচ্ছিলেন ঠিক সেই সময় তোলা । এখন হচ্ছে ধানের মৌসুম তাই ধন ছোট থাকা অবস্থায় দু একদিন পর পর জমিতে পানি দিতে হয় । আর তাই মেশিনের মাধ্যমে মানুষ এভাবে পানি দিয়ে থাকে বা সেচ দেয়।
Picture : 5
Our union council
Location:https://w3w.co/raider.irresponsible.cubs
এটি আমাদের গ্রামের ইউনিয়ন কমপ্লেক্স । সাধারণত এখানে সরকারি বিভিন্ন ধরনের কাজ কাম হয়ে থাকে ইউনিয়ন পর্যায়ে। আমাদের ইউনিয়নের নাম ষোলটা। তবে এটি আমাদের গ্রামে অবস্থিত । আমাদের গ্রামের নাম জুগিরগোফা। আমি মাঝেমধ্যে এখানে যে থাকি বিভিন্ন কাজ কর্মের জন্য। আজ গিয়েছিলাম একটা কাজের জন্য ঠিক সেই সময় তোলা হয়েছিল এই ছবিটি।
Picture : 6
My friend and older brother
Location:https://w3w.co/scatter.editor.whereupon
এই ছবিটা হচ্ছে আমার বন্ধু এবং এক বড় ভাইয়ের। আমরা প্রায় মাঝেমধ্যে গ্রামের রাস্তায় সুন্দর একটি জায়গায় বেড়াতে যায়। এটি হচ্ছে সেই সুন্দর একটি জায়গা যেখানে আমরা মাঝেমধ্যে বেড়াতে যায় এবং বসে আড্ডা দিয় অনেকক্ষণ ধরে । সেখানে গিয়ে অনেকক্ষণ বসে গল্প গুজব করার পর তারপর এই ছবিটি তোলা। বাইকে বসে আছে সে আমার বন্ধু আমার দাড়িয়ে আছে বড় ভাই।
Picture : 7
Union Land Office
Location:https://w3w.co/declared.advertisement.thankless
এটি হলো আমাদের ইউনিয়ন ভুমি অফিস। তবে এটি আমাদের গ্রামে অবস্থিত। এখানে সাধারণত বিভিন্ন জমিজমা কাগজপত্রের কাজ করা হয়। বিভিন্ন জমি রেজিস্টার, তাছাড়াও জমির খাজনা দেওয়া জমির পরিমাপ ও বিভিন্ন ধরনের বিষয়ক সরকারি কাজ। আর এটি হলো ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস।
Picture : 8
Village playground
Location:https://w3w.co/emailing.fasteners.lucky
এটি আমাদের গ্রামের খেলার মাঠ । সাধারণত প্রতিদিন বিকেল টাইমে মাঠে খেলাধুলা হয়। ঠিক তেমনি ভাবে আমিও মাঝেমধ্যে যাই এবং খেলাধুলা করি । আজ গিয়েছিলাম সেখানে খেলাধুলা করার পর একপাশে দেখে কিছু ছেলেপেলে ফুটবল খেলা খেলছে ঠিক তখনই এই ছবিটি তোলা । আমাদের খেলার মাঠটি অনেক বড় ইউনিয়ন পর্যায়ে সবচেয়ে বড় মাঠ । আর এটি আমাদের গ্রামে আবস্তিত।
Picture : 9
A vegetable seller
Location:https://w3w.co/quilted.outlive.handlebars
এটি আমাদের গ্রামের একটি সাধারন বাজার। যেখানে সাধারণত প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে। সাধারণ তরিতরকারি বিক্রি করা হয়। একটি বিক্রেতা কিছু জিনিসপত্র বিক্রি করার সময় তোলা হয়েছিল এই ছবিটা । আমাদের গ্রামে হাট বসে বুধবার এবং শনিবার। আর আমাদের গ্রাম পর্যায়ে বেশ জাঁকজমক হয়ে ওঠে এখানে অনেকগুলো গ্রাম থেকে মানুষ হাট বাজার করতে আসে। বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনেক কিছু জিনিস এখান থেকে কেনা হয়।
Picture : 10
Mustard field
Location:https://w3w.co/scatter.editor.whereupon
এটি হলো গ্রামের একটা সরিষা ক্ষেত। সাধারণত গ্রামের মানুষ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে থাকে। আর এখন হচ্ছে শীতের শেষ সময় আর তাই শুরু হয়েছে সরিষা আবাদ করা। ঠিক এই সময় সরিষার ফুল ফোটে। আজ গিয়েছিলাম মাঠে গিয়ে দেখি অনেক সুন্দর ভাবে ফুলগুলো ফুটে আছে। দেখতে বেশ ভালো লাগছিলো। আর তাই সেখানে গিয়ে এই ছবিটি তোলা হয়েছে।
Cc.@steemcurator01 ,
@steemitblog
CONNECT ME ON :
Facebook Twitter
Discord
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit