The Diary Game- Season -3 || My Simple Day ||28-october-2021|| 2% Beneficiaries to @bd-charity

in hive-138339 •  3 years ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম

আমি @mmratulahmed from Bangladesh

আজ বৃহস্পতিবার,
২৮ অক্টোবর, ২০২১ ।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে একটু বনরুপা হাঁটাহাঁটি করতে গেলাম।


247690298_1163028324226501_2947002229742060486_n.jpg
https://w3w.co/churn.overused.breath


মাঝে মাঝে বনরুপা হাঁটাহাঁটি করতে যায়। সকালবেলার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে।

বনরুপা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাসায় আসলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপর কিছুক্ষণ কম্পিউটারে বসলাম।

কম্পিউটারে বসে কিছুক্ষণ গান শুনলাম তারপর আমার কিছু Assignment বাকি ছিল তা করলাম।


দুপুর


গোসল থেকে আসার পর Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম ।


বিইআ.PNG

স্ক্রীনশট


এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম।


িউাি.PNG

স্ক্রীনশট


মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে । Ertugrul ghazi দেখতে দেখতে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করলাম ।


বিকাল ও সন্ধ্যায়


247999099_228491335884831_6668127637086834013_n.jpg
https://w3w.co/audibly.besotted.synthetic

বিকালে ফ্রেন্ডের সাথে গিয়ে আড্ডা মারলাম এবং বাংলালিংকের একটা ফ্রেন্ডলি ম্যাচ দেখাচ্ছিলো টিভিতে সেটা দেখলাম।

This game is a high quality game. sound and gameplay are so good. you can try this highly recommended.

তারপরে সন্ধ্যার দিকে ফ্রেন্ডের সাথে মিনি মিলিটারি গেমটা খেলাম।


রাত


বাসায় ফেরার সময় রাস্তায় দেখি সুন্দর করে সাজিয়েছে বিয়ের অনুষ্ঠানের গেট দেখে খুব ভালো লাগল সেজন্য একটা ছবি তুলে নিলাম।

249838963_341950771035507_1113321150421106238_n.jpg
https://w3w.co/dusters.watches.club

বাসায় এসে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর ডায়েরি লেখেছেন। দিনটা অসাধারণ ছিলে।

ধন্যবাদ ভাই।

আমার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।💙

ধন্যবাদ ভাই।💚