Morning
আজকে রবিবার৷ আজকে সকালের আবহাওয়া বেশ ভালো ছিলো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে বাথরুমে গেলাম৷ দাঁত ব্রাশ করলাম। এরপর ফ্রেশ হয়ে ঘরে এসে হাত মুখ তোয়ালা দিয়ে মুছে নিলাম৷ তারপর আমি চা বানালাম। আমার বান্ধবী আর আমি একসাথে চা ও বিস্কুট খাইলাম। এরপর আমি পড়তে বসলাম৷ পড়াশোনা করার এক পর্যায়ে সকাল ৭ টার সময় ম্যাচের কাজের মহিলা সকালের খাবার দিয়ে গেলেন। আজ সকালের খাবারে ডাল, ডিম ও ভাত৷ সকালের খাবার খেয়ে ফ্রেশ হলাম৷ ড্রেস পরিধান করলাম৷ এরপর ছাতা নিয়ে কলেজ গেলাম। কয়েকদিন ধরে বৃষ্টির ঠিক নাই৷ হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তাই ছাতা নিয়ে গেলাম৷ যদি আসার সময় বৃষ্টি হয়৷ তখন যেন ভিজতে না হয়।
Noon
দুপুরে কলেজ ছুটির পর আমি আমার বান্ধবীদের সাথে ফুসকা খাইলাম৷ এরপর চা খেয়ে আমি ম্যাচে ফিরে আসলাম। তারপর কিছুক্ষণ বিছানায় বসে বিশ্রাম নিলাম৷ এরপর গোসল করলাম। আমাদের ম্যাচের কাজের মহিলা দুপুর ২.৩০ মিনিটে দুপুরের খাবার দিয়ে গেলেন৷ আজকে দুপুরের খাবারে ভাত, ছোট মাছ, ডাল ও শাক ছিলো। দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম৷ এরপর বই নিয়ে পড়তে বসলাম। প্রায় ৩০-৪০ মিনিট বই পড়লাম।
Afternoon
বিকেলে আমি আর আমার বান্ধবী ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ দুই বান্ধবী হাটাহাটি করলাম৷ এরপর ছাদের গাছ গুলো দেখলাম৷ ছবি তুললাম৷ এরপর নিচে চলে আসলাম।
Evening
সন্ধ্যায় পড়তে বসার আগে আমার বান্ধবী আর আমি চা বানালাম। দুইজন মিলে একত্রে চা খাইলাম। এরপর আমি আমার মা ও খালাদের সাথে মেসেঞ্জারে কথা বললাম। এরপর পড়তে বসলাম। রাত ৮.৩০ মিনিটে আমাদের ম্যাচের কাজের মহিলা রাতের খাবার দিয়ে গেলেন। রাতের খাবারে ভাত, ছোট মাছ, ডাল ও শাক ছিলো। আমি আর আমার বান্ধবী রাতের খাবার খাইলাম৷ এরপর মোবাইলে ইউটিউবে নাটক দেখতে শুরু করলাম৷ তারপর কিছুক্ষণ ফেসবুক চালাইলাম। এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হবো৷ তারপর ঘুমিয়ে পরবো।
ACHIEVEMENT 1 : Verified post by @mokerrima (New Commerce Community)
ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই পোস্টটি বুমিং এর জন্য মনোনিত করা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit