Morning
আজকে মঙ্গলবার৷ আজকে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম। এরপর ঘরে এসে হাত মুখ তোয়ালা দিয়ে মুছে নিলাম৷ তারপর আমি নডুলস রান্না করলাম৷ আজ সকালে খুব নুডুলস খেতে ইচ্ছে করতেছিলো৷ এবং আমার বান্ধবী চা বানালো। আমার বান্ধবী আর আমি একসাথে চা ও নুডুলস খাইলাম। এরপর আমি পড়তে বসলাম৷ সকাল ৭ টার সময় ম্যাচের কাজের মহিলা সকালের খাবার দিয়ে গেলেন। আজ সকালের খাবারে ভাত, ডিম ও আলু ভর্তা ছিলো৷ সকালের খাবার খেয়ে ফ্রেশ হলাম৷ এরপর ড্রেস পরিধান করলাম৷ এরপর কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
Noon
আজকে ৪ টি ক্লাস করার পর দুপুর ১.৩০ মিনিটে কলেজ ছুটি দিলো। দুপুরে কলেজ ছুটির পর আমি আমার বান্ধবীদের সাথে ফুসকা খাইলাম৷ ফুসকা খেতে আমার খুবই পছন্দ। দুপুর ২ টার সময় ম্যাচে আসলাম। এরপর আমি গোসল করলাম। আমাদের ম্যাচের কাজের মহিলা দুপুর ২.৩০ মিনিটে দুপুরের খাবার দিয়ে গেলেন৷ আজকে দুপুরের খাবারে ভাত, আলু ভাজি, ডাল ও শাক ছিলো। দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম৷ তারপর বই পড়লাম। কাল কলেজে পরীক্ষা আছে।
Afternoon
বিকেলে ঘুম থেকে উঠে আমি আর আমার বান্ধবী একসাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ হাটাহাটি করলাম। ছাদের ফুল গাছ গুলোর ছবি তুললাম৷
Evening
সন্ধ্যায় আমি চা বানালাম। তারপর দুইজন মিলে চা খাইলাম। এরপর আমি আমার মা ও ছোট ভাই এর সাথে মেসেঞ্জারে কথা বললাম। এরপর পড়তে বসলাম। রাত ৮.৩০ মিনিটে আমাদের ম্যাচের কাজের মহিলা রাতের খাবার দিয়ে গেলেন। রাতের খাবারে ভাত, ডিম ভাজি ও শাক ছিলো। আমি আর আমার বান্ধবী রাতের খাবার খাইলাম৷ এরপর আবার পড়তে বসলাম৷ রাত ১১ টা পর্যন্ত বই পড়লাম। এরপর মোবাইলে ইউটিউবে গানের ভিডিও দেখলাম৷ তারপর কিছুক্ষণ ফেসবুক চালাইলাম। এরপর ঘুমিয়ে পরলাম।
ACHIEVEMENT 1 : Verified post by @mokerrima (New Commerce Community)
ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
That was a wonderful day for you. But i want to give you a advice for improving your post quality . Take information which makes your post Special and attach some beautiful photographs.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit