একটা কথা বলতাম ভাই প্লীজ রাগ করবেন না। সবাই তাদের প্রতি সপ্তাহের উপার্জনের 50 পার্সেন্ট পাওয়ার অফ করে সেখানে আমি 100% পাওয়ার অফ করি। আবার তাদের পাওয়ারের 50-60 পার্সেন্ট সবাই স্টিম বাংলাদেশ ডেলিগেশন করে সেখানে আমি 90 পারসেন্ট ডেলিগেশন করি। কিন্তু আপনি যদি আমার আইডিটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রায় 20 দিন হয়ে গেছে আমি কোন সাপোর্ট পাচ্ছিনা। এটা সত্যি আমার জন্য খুবই দুঃখজনক ভাই। আপনারা নিয়মে বলেছিলেন সাপোর্ট সম্পর্কে কোন কথা না বলতে তাই আমি কিছুই বলিনি। কিন্তু এইভাবে কাজ করার ইচ্ছাটা অনেকটাই হারিয়ে যাচ্ছে ভাই।
আমার ইচ্ছা ছিল 100% পাওয়ার অফ করে দ্রুততার সাথে আমার স্টিম পাওয়ার বৃদ্ধি করার কিন্তু সেটা থেকে আমি ব্যাহত হচ্ছি।
আমি ছোট হিসাবে আপনাদেরকে একটা জিনিস পরামর্শ দিতে চাই আপনারা দয়া করে এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে এই একমাস হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। আপনারা একটা কাজ করতে পারেন এই এক মাসে আমাদের যে সকল মেম্বার ভালোভাবে কাজ করবে এবং বেশি পরিমাণে ডেলিগেশন করবে তাদেরকে একটু আলাদা করে নজর রাখতে পারেন। আমি আমাদের কমিউনিটির অনেক মেম্বার এর আইডি পর্যবেক্ষণ করে দেখেছি তারা তাদের আইডিতে স্টিম পাওয়ার থাকা সত্ত্বেও কমিউনিটিতে 50 পার্সেন্ট এর বেশি কেউ ডেলিগেশন করে না। এর জন্য হয়তোবা আমাদের কমিউনিটির স্টিম পাওয়ার অনেকটা কম। যদি আপনারা এই স্টিম পাওয়ার টা তাদের কাছ থেকে কমিউনিটি একাউন্টে নিতে পারেন 70 পার্সেন্ট অথবা 80 পার্সেন্ট তাহলে আশা করি পরবর্তী মাসে আমাদের কমিউনিটির একাউন্টে অনেক বেশি স্টিম পাওয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করি পরবর্তী মাসের সাপোর্ট পেতে পারবো।
আর সাপোর্ট পাই বা না পাই আমার কোন দুঃখ নাই ভাই আমার ইচ্ছা ছিল সর্বদা 100 পার্সেন্ট পাওয়ার আপ করে কাজ করব। তাই আমি আপনাদের সাথেই আছি সব সময় ইনশাআল্লাহ।
আপনি কথাগুলো ভালো বলেছেন।
এই সেম অবস্থা আমারো। ১০০% পাওয়ার আপ করি।
আশা করি সামনে ভালো কিছু হবে।
কমিউনিটির জন্য শুভকামনা সবসময়।
সেই সাথে সবার জন্য শুভকামনা রইলো ।
ইনশাহ-আল্লাহ, পাশে ছিলাম আছি থাকবো❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ চেষ্টা করে যাব।❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit