#Club100 || The Diary Game Season 3 (14-10-2023)steemCreated with Sketch.

in hive-138339 •  last year 

আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি @mostakim67
From #Bangladesh.

আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিনের ডায়েরি আপনাদের মাঝে শেয়ার করলাম।

শুভ সকাল! সকাল ১০ টায় ঘুম থেকে ওঠেই প্রথমে ব্রাশ করলাম৷ এরপর বাথ রুমে গিয়ে মুখ ধুয়ে নিলাম ও কুলি করলাম। তারপর ঘরে এসে তোয়ালা দিয়ে ভালোভাবে হাত-মুখ মুছলাম। এরপর সকালের নাস্তা করলাম। এরপর আমার বাচ্চাকে সময় দিলাম৷ তারপর বউ ও মায়ের সাথে কথা বলে দোকানের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আমার বাবাই সকালে দোকান খুলেন৷ আমি দেরি করে দোকানে যাই৷ রাতের বেলা দেরিতে বাসা আসি৷ তাই সকালে উঠতে পারি না৷

আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন৷ আজ দোকানে ভিড় হবে সন্ধ্যার পর। আমার কনফেকশনারি দোকান৷ সন্ধ্যায় মানুষ বাজারে আসে৷ তখন নানান কিছু খেয়ে থাকে৷ আমার দোকানে চা, পান, বিড়ি, আইসক্রিম, কোল্ড ড্রিংকা থেকে শুরু সব কিছুই আছে৷ আমি কসমেটিক্স পণ্য মুদহ সামগ্রি তেল, চিনি, চাপাতা, সেমাই ইত্যাদি বিক্রি করে থাকি।

আমহ এলাকার ছেলে আমার অনেক পরিচিতি রয়েছে। আমার দোকানে সবাই কেনাকাটা করে৷ আমি বাকিতে জিনিস দিয়ে থাকি অনেককে৷ আমার বাকির খাতাও আছে৷ আমার দোকানে ৫০% কাস্টমার পারিবারিক লোক।

সারাদিন আমি খুবই ব্যস্ত থাকি৷ সময় দিতে পারি না বাইরে৷ সকালের দিকে আর দুপুরে হালকা ফাঁকা থাকে৷ তখন আমার অন্য কাজ গুলো করে থাকি।

এই ছিল আমার সারাদিনের ডায়েরি আপনাদের সকলের পড়ার অনুরোধ রইল।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

ধন্যবাদ,@mostakim67

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png