প্রিয় স্টেমিয়ান বন্ধুগন ও @SteemBangladesh community.
সবাইকে জুম্মা মোবারক।
এটি আমার প্রান প্রিয় 'ভেন্ডাবাড়ী,র ঐতিহ্যবাহী হাট। হাটটি শুক্রবার ও মঙ্গলবার সকাল ও বিকাল ২ ধাপে বসে। সকালে কাঁচা মালামালের পাইকারি হাট ও বিকাল খুচরা বিক্রেতারা বিভিন্ন মালামালের পশরা সাজিয়ে বসে। যা চলে রাত প্রায় ২-৩টা পর্যন্ত। এই 'ভেন্ডাবাড়ী'ই আমার জন্মস্থান। এখানেই কেটেছে আমার শৈশব ও কৈশোর। এখন বার্ধক্যে পৌঁছেও এখানেই আছি। আজ শুক্রবার হাটের ১০টি ছবি হাতের মোবাইল ক্যামেরায় ধারন করে, সবার দেখার জন্য উন্মুক্ত করিলাম।
দেখুন,যা উপভোগ যোগ্য
উপভোগ করুন
1
লোকেশন | ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ |
---|---|
ক্যামেরা | হাতের কমদামি মোবাইল |
ছবি সংখ্যা | ১০ টি |
ছবি তোলা | নিজে @mrnazrul |
ব্যানার | @NaturalTaker |
আমার ক্ষুদ্র প্রয়াস, দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।