1st Bangladesh War Course - Liberation War 1971.
মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী / বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম ব্যাচে অফিসার প্রশিক্ষন শেষে ৯ অক্টোবরে ৬১ জন মুক্তিযোদ্ধা কমিশন লাভ করে 2/Lt পদে বিভিন্ন রনক্ষেত্রে যোগ দেন। তারা বিভিন্ন Forces(K,S,Z) এবং Sectorএ স্বীয় পদে নেতৃত্বভার গ্রহন করায় যুদ্ধে নুতন গতি সন্চার হয়।
মুক্তিযুদ্ধে ৩ জন শহীদ হন। একজন বীর উত্তম,দুইজন বীর বিক্রম ও ১৬ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন।
ছবিতে ৯ অক্টোবরে অনাড়ম্বর passing out parade এর পর 1st Bangladesh War Course এর অফিসারদের 'একমাত্র' group ছবি (৪ জন অনুপস্থিত)........যুদ্ধ শেষে আর কখনও ৬১জন এক হতে পারেনি, তিনজন হয়ে ছিলেন শহীদ।
Cc: @steemitblog @steem-bangladesh @steemcurator01 @steemcurator02