The diary game//22-05-2022//20% beneficiary to @steem-bd

in hive-138339 •  3 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সকলেই সুস্থ এবং ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি । স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত কনটেস্টে আজকে আমি ডাইরি গেম এ অংশগ্রহণ করতে চলেছি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। চলুন শুরু করা যাক:

2022-05-22-14-48-28-030.jpg

সকাল

প্রতিদিনের মত আজকেও আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল ৯টা ৫০ মিনিটে। ঘুম থেকে উঠার পরে ফোনটা হাতে নিয়ে একটু মেসেঞ্জারে প্রবেশ করেছিলাম। এরপর ফেসবুকে একটু স্ক্রোল করার পরে ব্রাশ করার জন্য গিয়েছিলাম। এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে নাস্তা খেয়ে ছিলাম।

IMG_20220521_175310_881.jpg

IMG_20220521_174613_181.jpg

নাস্তা করা শেষ করে আমি কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম। এখন আমি কম্পিউটার ক্লাসের বাংলা টাইপিং করা শিখছি। বাংলা টাইপিং করা অনেক বিরক্তিকর একটি কাজ। আমার ভালো লাগেনা বাংলা টাইপিং করতে। ইংলিশ টাইপিং করা যতটা সহজ বাংলা টাইপিং করা ততটাই কঠিন। এক ঘণ্টা শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি মোবাইল হাতে নিয়ে লুডু খেলেছিলাম। অনলাইনে আমি লুডু খেলি।

দুপুর

বাসায় আসার পর সারাদিন আমি লুডু খেলে সময় কাটাই। এরপর খেলা শেষ করে আমি গোসল করে নিয়েছিলাম। গোসল করা শেষ করে আমি বাজারে গিয়েছিলাম আমার আব্বুকে দুপুরে খাবার দেওয়ার জন্য। খাবার দিয়ে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি নিজে দুপুরে খাবার খেয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমি আবার মোবাইল নিয়ে গেম খেলেছিলাম। মোবাইলে তিনটা গেম খেলার পরে আমার আম্মু আমাকে হাটে যাওয়ার জন্য বলেছিল। এরপর আমি হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। হাটে যাওয়ার সময় একটি রাস্তায় অনেক পানি জমে ছিল আর আমি সেখানে অল্পের জন্য পড়ে যেতে ধরেছিলাম। এরপর আমি হাটে গিয়ে বেগুন ,পটল ,মরিচ, মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছিলাম। ও হ্যাঁ আমি ওখানে পিয়াজু এবং বেসনের বড়া খেয়েছিলাম। এবার খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম।

IMG_20220521_174532_030.jpg

IMG_20220521_174526_666.jpg

বাসায় এসে আমি বিকাল বেলা প্রতিদিন যেখানে যাই সেখানে গিয়েছিলাম। বদরগঞ্জ রোড এর ওখানে একটি ব্রিজ রয়েছে আমরা সেখানে বিকেল বেলা যায় এবং মাগরিবের আজান পর্যন্ত সেখানে থাকি। সেখানে গিয়ে বাদাম খেয়ে ছিলাম। মাগরিবের আযান দেওয়া পর্যন্ত সেখানে ছিলাম। আযান দেওয়ার কিছুক্ষণ পর বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি সন্ধ্যার নাস্তা খেয়ে ছিলাম। বাসায় এসে দেখি আমার খালাতো বোন এবং খালু এসেছিল।

রাত

আমি তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করা শেষ করে আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে আমি মশারি টাঙিয়ে মশারির ভিতর ছিলাম এবং মোবাইল চালিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার আম্মুর রাতের খাবার খাওয়ার জন্য ডেকেছিল। আমি রাতের খাবার খাওয়া শেষ করে আবার মোবাইল হাতে নিয়ে ইউটিউবে ঢুকে ছিলাম।

IMG_20220521_184850_325.jpg

Screenshot_20220520-201927.png

ইউটিউব এ কিছুক্ষণ ভিডিও দেখার পরে আবার গেম খেলেছিলাম। এরপর আমার ঘুম আসছিল না। ঘুম না আসার কারণে বারবার মোবাইল হাতে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর একবারে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এভাবেই আমার আজকের দিনটি অতিবাহিত হয়েছিল। আমার ডায়েরী টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই কনটেস্টে চারজনকে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য@mosman @ahmadch49 @dwarrilo2002,@easyfashion.
সবাইকে ধন্যবাদ
@nadimmahmud

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_20220522-153508~2.png

Screenshot_20220522-153523~2.png


আপনাকে #club5050 পাওয়ার জন্য ১৭.৮৮০ স্টিম পাওয়ার আপ করতে হবে। ধন্যবাদ

20 steem power up krci dekte pren..

Screenshot_20220522-171921.png

কোথায় কম্পিউটার টাইপিং শিখেন আপনি...???

Amar basar ekto samnei global village name..