হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছিSteem Bangladesh Contest : Art, photography, music, poetry, creative writing প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল মিউজিক। তাহলে দেরি না করে শুরু করা যাকঃ----------
Source
Device | realme c15 |
---|---|
Click | @parvag09 |
গান মানুষের মনের ভাষা প্রকাশ করে। গান গাইলে মানুষের মনটা হালকা থাকে তাই এই গান মাঝে মাঝে গাওয়া আমাদের দরকার। সত্যি কথা বলতে সারাদিনেও আমি একটা গান বলি না আর যখন আমাদের কমিউনিটি তে প্রতিযোগিতা চলছে গানের তখন অবশ্যই আমাকে গান মুখস্ত এবং সেটা ভিডিও করে প্রকাশ করতে হচ্ছে। এটা অবশ্য ভালো উদ্যোগ এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের।
🎶রিলিক্স 🎶
তোমার প্রেমে পরলো বান্ধা আমার আন্ধা মননন,
আদরে রাখিও বন্ধু করিও যতনঃ-------------------(২)
তুমি বিনে শূন্য এখন,
তুমি বিনে শূন্য এখন, হৃদয় সিংহাসন।
আদরে রাখিও রে বন্ধু করিও যতন।
জানতাম নারে তোমার প্রেমে হবে এমন হাল,
না দেখিলে মুখখান তোমার মনে বেশামালঃ--------------(২)
জেগে থাকলে তোমায় ভাবি,
জেগে থাকলে তোমায় ভাবি,ঘুমাইলে দেখি স্বপন।
আদরে রাখিয়ো রে বন্ধু করিও যতন,
আদরে রাখিয়ো রে বন্ধু করিও যতন।
পাইলাম নারে ভূবন ঘুরে তোমার মতো কেউ,
অসুখেরই সুখ তুমি, তৃষ্ণার বুকে ঢেউঃ-----------------(২)
পাইলে কাছে বাচি আমি,
পাইলে কাছে বাচি আমি, দূরে গেলে হয় মরণ।
আদরে রাখিও রে বন্ধু করিও যতন,
ও ও আদরে রাখিও রে বন্ধু করিও যতন।
তুমি বিনে শূন্য এখন,
তুমি বিনে শূন্য এখন, হৃদয় সিংহাসন।
আদরে রাখিও রে বন্ধু করিও যতন।
এই ছিলো আমার আজকের গান। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন।
Steem Bangladesh Contest : Art, photography, music, poetry, creative writing প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার অন্য দেশে দুজন বন্ধুকে@hidayat96 এবং @yeri52 আশা করি আপনারা দুজন অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর গান ছিল। চেষ্টা করবেন ব্যাকগ্রাঊন্ড মিউজিক আরেকটু কমিয়ে গান উপস্থাপন করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর গান গেয়েছেন। মিউজিক ছাড়াই আপনার গান আরও সুন্দর শোনাবে। ধন্যবাদ সুন্দর গান করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে বড় ভাই এরপর থেকে আর মিউজিক লাগাব না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit