🏗️Photography Contest :: Architectural photography🏗️// 30% beneficiaries goes to @hive-138339 #club5050

in hive-138339 •  3 years ago 

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।Photography Contest :: Architectural photography প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাকঃ------_--

FB_IMG_1648980076289.jpg
Source

DeviceSymphony i60
Click@parvag09

আজকে আমি যে আর্কিটেকচারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি সেই আর্কিটেকচার টির আমি একজন কর্মচারী ছিলাম। আমি যে বিল্ডিং এর কথা বলতেছি সে বিল্ডিংটা কুমিল্লার মেইন শহর কান্দিরপাড় পুলিশ লাইনে। সেখানে আমরা নিচের ফ্লোর থেকে ১২ তলা পর্যন্ত নির্মাণ কাজে নিয়োজিত ছিলাম। সেখানে আমরা কঠিন পরিশ্রম দিয়ে দেড় বছরের মধ্যে বিল্ডিংটি হ্যান্ড ওভার দিয়ে দিছে।

received_389050218859420.jpeg
Source

সে বিল্ডিং এর ১ থেকে ৫ তলা পর্যন্ত শপিং মল, আর ছয় তলায় কমিউনিটি সেন্টার আর বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া হবে। সেইভাবেই এই বিল্ডিং এর ডিজাইন করা হয়েছে। আর এই বিল্ডিং এর মাটির তলায় অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে মাটির নিচে গাড়ি কার ইত্যাদি রাখা হয়।

FB_IMG_1648633593972.jpg
Source
সেই বিল্ডিংয়ে আমার মত আরো কয়েকজন ছেলে কাজ করেছিল যাদের সাথে আমার অনেক মিল মহব্বত ছিল।

এই আর্কিটেকচার এর পোস্টটা পড়ে আমি সেই সময়কার ছবি সংগ্রহ করি। বিভিন্ন মাধ্যম থেকে যেমন কাউকে মেসেঞ্জারে সেন্ড করেছিলাম এবং ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই সব জায়গা থেকে ছবিগুলো সংগ্রহ করে আজকে পোস্ট তৈরী করলাম।

Photography Contest :: Architectural photography এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিন্ন দেশের দুজন বন্ধুকে@hidayat96 এবং @yeri52 আশা করি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

🙏 সবাইকে ধন্যবাদ🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!