আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। Steem Bangladesh Contest : health, fitness, sport, leisure, food, gardening, travel প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আমি যে কনটেন্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটি হলোঃTravel
Device | realme c15 |
---|---|
Click | @parvag09 |
আমি যে ভ্রমণ স্থান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হল কোদালধোয়া। এটি সাত নম্বর গোপীনাথপুর ইউনিয়নের বালাডাঙ্গার কাছে অবস্তিত।
সেখানে আমরা তিন বন্ধু মিলে যাওয়ার প্লান করলাম। কারন আমাদের বাড়ির পাসে ৫ টা ইট ভাটা আছে। সেখানে কয়েকটি ট্রাক মাটি বহন করছে আমরা গাড়িতে উঠে বসলাম এবং সেই যায়গায় চলে গেলাম। সেখান থেকে পায়ে হেটে আমরা চলে গেলাম সেই কোদাল ধোয়া। আমি সেই যায়গায় কোনোদিন যাইনি আজ প্রথম সেই জায়গায় গেলাম।
গ্রাম অঞ্চলের মারা জমিজমা কে এবং চাষাবাদের জমিকে পাথার বলে থাকি। সেখানে অনেক বড় পাথারে শুধুমাত্র একটাই তেঁতুল গাছ এবং তার পাশে একটি ছোট একটি দীঘি যা খনন করতে অনেক সময় লেগেছিল।
এরা সাধারণত ২০০ বছর আগের বলে ধারণা করা যায় কারন আমরা একটি লোককে বলেছিলাম যেটি অনেক ছোট গাছ তিনি আমাদেরকে জবাবে উত্তর দিলেন যে আমিও ছোটবেলায় দেখেছিলাম এই রকমের গাছ এখনো দেখি এরকমে আছে। আমি গাছটির ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং গাছের উপর থেকে কিংবা নিজ থেকে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করেছি এবং যা আপনাদের সামনে উপস্থাপন করেছি।
গাছের সবচেয়ে উঁচুতে দুইটি তেতুল ছিল তাছাড়া কোনো তেতুল ছিল না কারণ আশপাশের গ্রাম অঞ্চলের ছোট ছোট বাচ্চারা সব কিছু খেয়ে ফেলেছে। আমরা সেই দুইটি তেতুল পাড়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি সর্বশেষে আমরা গাছ থেকে নেমে যাই। আমার একটি বন্ধু গাছে উঠে আমাদের দুজনের সুন্দর সুন্দর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে এবং সেটি দেখতে অনেক সুন্দর এবং মজাদার লাগে আমরা তাই ওখানে দুই থেকে আড়াই ঘন্টা ছিলাম এবং অনেক গল্প করছিলাম। আসলে একটা কথা অবশ্যই মানতে হবে বন্ধু বান্ধবদের সাথে কাটানো সময় কোনদিনও ভোলার না।
দুই আড়াই ঘণ্টা কেমন করে যে কেটে গেল আমি সেটা নিজেও ভালোভাবে জানি না। তারপর সেখান থেকে আমরা আবার সেই গাড়ির কাছে আসি এবং অন্য একটি গাড়িতে আমরা বাড়ি ফিরে আসি।
এই ছিল আমার ভ্রমণ-কাহিনী। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভাল থাকবেন।
Steem Bangladesh Contest : health, fitness, sport, leisure, food, gardening, travel প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি@atik71 এবং @rabbani71 আশা করি আপনারা দুইজন অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোদালধোয়ায় অনেক গাছপালা আছে মনে হচ্ছে। প্রথম ছবিটি সব থেকে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই অনেক গাছপালা, কিন্তু আমাকে এইটা গাছ আকর্ষণীয় লেগেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit