🏅Steem Bangladesh Contest :- The dairy game🏅 20% beneficiaries goes to @steemit-bd #club5050

in hive-138339 •  3 years ago 


হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি আমার কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন দেরি না করে আমার সারাদিনের কাজ কর্ম নিয়ে কিছু আলোচনা করা যায়ঃ---------------------

🌅🌅সকাল বেলা🌅🌅

IMG_20220512_180404.jpg
Source

Devicerealme c15
Click by@parvag09

ভোরবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাটাহাটি করলাম। বাইরে সকালের স্নিগ্ধ বাতাস শরীরটাকে একটু ঠান্ডা করে নিলাম। বাড়ি ফেরার পথে পাশের বাড়ির গেটের কাছে একটি ফুলে ফটোগ্রাফি করলাম। ফুলটির নাম আমি জানিনা তাই গুগলে সার্চ দিলাম তারপর জানতে পারি ফুলটির নামক্যাথারান্থাস রোজাস। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে তারপর দোকানে যাই চা বিস্কিট খাওয়ার জন্য। সেখানে খাওয়া দাওয়া করার পর বাড়ি ফিরে আসি। ফোন হাতে নিয়ে একটু স্টিমিটে প্রবেশ করি বেশ কিছুক্ষণ অন্যের পোস্ট এবং কনটেস্ট গুলো দেখলাম। একসময় আমার মা আমাকে ডাক দিলেন ভাত খাওয়ার জন্য আমি গিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর চাষাবাদকৃত জমিতে নেপিয়ার ঘাস কাটার জন্য গেলাম। ঈদগাহ ময়দানের কাছে যাওয়া মাত্র এলাকার এক মান্যগণ্য ব্যক্তি হবিবর রহমান শাহ আমাকে বললেন কালকে কি বলেছিলাম আমি, আসলে আজকে আমাদের মসজিদ এর শুভ উদ্বোধন কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে এবং কিছু অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানের রান্নাবান্নার কাজ সহ অতিথি আপ্যায়নের তার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল। তাই আমি ছটফট করে নেপিয়ার ঘাস বাড়িতে নিয়ে আসলাম। তারপর সঙ্গে সঙ্গে চলে গেলাম নতুন মসজিদ এর কাছে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🔪🔪দুপুর বেলা🔪🔪

IMG20220428121216.jpg
Source
আমি দুপুরবেলা গিয়ে দেখি জবাই করা এবং মাংস তৈরি করা শেষ। তারপর মাংসগুলো আমরা নিয়ে আসলাম ভালোভাবে ধুয়ে ফেললাম ফেলার পর। তারপর মোটরসাইকেল নিয়ে পার্বতীপুরে চলে আসলাম দেড়শ টাইম প্লেট এবং গ্লাস নিয়ে আসলাম। তারপর বড় নানার বাড়ি থেকে জ্বালানির জন্য কাঠ নিয়ে আসলাম।

IMG20220428122215.jpg
Source

আমরা কোদাল খুন্তি দিয়ে দুইটি রান্না করার জন্য চুলা তৈরি করলাম। চুলা তৈরি করার পর কয়েকটি ইট নিয়ে আসলাম যাতে করে রান্না করার সময় কোন সমস্যা না হয়।

IMG_20220512_181046.jpg
Source

তারপর কাগজের একটি পার্টি মাটিতে বিছিয়ে নিলাম। তারপর আমরা তিন থেকে চারজন সেখানে বসে পড়লাম। আলু মরিচ পেঁয়াজ রসুন যাবতীয় মসলা তৈরি করলাম।

IMG_20220512_181029.jpg
Source

সবকিছু তৈরি করার পর সেখানে চুলাতে রান্না করা শুরু করলো আলুর ডাল। সেই আয়োজনে রান্না করার জন্য মাটি থেকে বাবুর্চি আনা হয়েছিল। তিনি সুন্দরভাবে রান্না গুলো করেছিলেন। সেখানকার লোকজনেরা আমাদেরকে গোসল করে তৈরি হয়ে আসতে বললেন। আমরা বাড়িতে গিয়ে গোসল করে পাঞ্জাবি টুপি পরে মসজিদে আসলাম।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🎑🎑বিলেল বেলা🎑🎑

IMG_20220512_181134.jpg
Source

IMG_20220512_181103.jpg
Source

আমরা সবাই এক সংগে মিলিত হলাম। আমাদেরকে আবার দুইটি দায়িত্ব দেওয়া হলো লেবু এবং শসার সালাত পান করার জন্য শরবত। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আদেশ করেছিলাম এবং তাদের ছবি তুলে নিয়েছিলাম।

IMG_20220512_181118.jpg
Source

মসজিদের ভিতরে ইমাম মোয়াজ্জিন সহ যত অতিথি ছিল তারা সকলের মঙ্গল কামনার জন্য এবং মসজিদের উন্নয়ন কাজের জন্য দোয়া প্রার্থনা করছিলো।

IMG_20220512_181328.jpg
Source

মসজিদের বাইরে আমরা তিনজন মিলে চাদর বিছিয়ে দিলাম লোকদের বসার জন্য। মসজিদের ভিতরে অতিথিরা এবং মসজিদের বাহিরে এলাকার লোকজনের।

IMG_20220512_181400.jpg
Source
IMG_20220512_181348.jpg
Source

দোয়া ও মাহফিল এর সব কাজ শেষ করলাম সবাইকে বসতে দিলাম আমি সবাইকে ওষুধ খাওয়ার জন্য প্লেট দিলেন এবং বাকি দুইজন গ্লাস এবং জগে করে পানি দিল। তুমি একটা খুব এলাকার বড় দুই মামা তারা ভাত এবং মাংস পরিবেশন করবেন আর আমি আলুর ডাল পরিবেশন করলাম। সেখানে আমাদের উপর দায়িত্ব প্রধান কারণ হলো আমাদের ছোট্ট একটি গ্রামের তিনটি মসজিদ নির্মাণ করা হয়েছে এতে করে এলাকার লোকজনের মধ্যে একটা মন কষাকষির ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সুস্ঠ ভাবে অনুষ্ঠানের কাজ সম্পূর্ণ করলাম।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

👳‍♂️👳‍♂️মসজিদ এর ঠিকানা👳‍♀️👳‍♀️

IMG_20220512_180950.jpg
Source

দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জমির হাট তকেয়াপড়া গ্রামে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদের নাম তকেয়াপাড়া শাহী জামে মসজিদ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভিন্ন কমিউনিটির দুজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @shahin05 এবং @kabir21 আশা করি আপনারা দুজনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ

বন্ধুরা এই ছিল আমার আজকে সারাদিনের কাজ কর্ম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকল সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভাল থাকবেন, খোদা হাফেজ।

🙏সবাইকে ধন্যবাদ🙏

oFhopCnVsFrGtMDi8FAe1h1c7ZBBXCHkMoE1Ntj54H77X8LydomuTDnXZgGT6yxu8a7AvgLuxo2mUFPx5zhMq98BpXpELpaBjKAziJVshFg2UaXbNtpqTXrxHyUJAFD1yV5RwDAPwddyUjWMMHW3m9AFEfUp4bPjJ3jmrCVgN63jaoue7QwpMR9FaiPD1g1UEz4FghTVLJa.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধু ৪ জনকে ইনভাইট করতে বলেছে,,
বেপারটা লক্ষ্য করো নাই মনে হয়।


Screenshot_20220512-221949~2.png

Screenshot_20220512-222001~2.png


#Club5050 ট্যাগ পাওয়ার জন্য আপনাকে ১৭ স্টিম পাওয়ার আপ করতে হবে। ধন্যবাদ

মসজিদের কাজে সহায়তা করা অনেক উত্তম কাজ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।