আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি।আশা করি আপনারাও ভালো আছেন।
৬ই আগষ্ট ২০২০।
আজকের কর্মসুচীঃ
সকালঃ সকালে উঠলাম ৮টা৩০এ আপা দুলাভাই বাসা যাবে তাই তাদের বিদায় দেয়ার জন্য উঠলাম তাদের বিদায় দিলাম। তারা রওনা দিলো তাদের বাসার পথে।তাদের বিদায় দিতে দিতে প্রায় ৯টা।
সকাল ৯টাঃ তারা বিদায় নেওয়ার পর ঘুমালাম আবার।
সকাল ১০টাঃঘুমেই কাটলো
সকাল ১১টাঃ তখনো আমি ঘুমে।
সকাল ১১টা৩০ঃ তখন ঘুম ভাঙ্গল মানে আমার দিনের সবেমাত্র শুরু।উঠেই লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামলাম। ২দিন থেকে ব্রাশটাও খুঁজে পাচ্ছি না। না জানি ভাগনী কোথায় রেখেছে। তাই টয়লেট থেকে বের হয়ে কি আট করার ব্রাশ ছাড়া আর একটা দিন।
দুপুর ১২টাঃ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১২টা ১০বেজে গেছে কি আর করার। সকালের নাস্তা দুপুরের সময় নিলাম।তারপর ফোন ঘেটে কিছু নিউজ দেখলাম নোটিফিকেশন চেক করলাম।এভাবেই কেটে গেল ১২-১টা সময়।
দুপুর ১টাঃ যা গরম পড়েছে জীবনটা অতিষ্ট প্রায় তাই মনে হলো না একটা ট্রাউজার এই গরমে ভীষণ দরকার। যা ভাবা তাই কাজ। একটা বন্ধুকে ফোন করে বাজারে ডাকলাম। তারপর কিছু দোকান ঘুরলাম কিন্তু মনের মতো কিছু পেলাম না তাই বাড়ির দিকেই ফিরছিলাম হঠাৎ এক বড় ভাইয়ের সাথে দেখা উনি বললেন থামে একসাথে বাড়ি যাব। কি আর করার থামলাম উনার জন্য কিছু সময়।
দুপুর২টাঃ তখনও আমি বড় ভাইয়ের সাথেই আছি উনার কাজ এখানো শেষ হয় নি।তাই অপেক্ষা করছিলাম উনার কাজ শেষে বাড়ি যাব।কিন্তু ওনার কাজ শেষ হতে হতে ৩টা বেজে গেল।
দুপুর৩টাঃ কাজ শেষ করে বড়ভাই বললো চলো নাস্তা করি।এই এত দুপুরে নাস্তা? ভাবা যায় কিন্তু কী করার না করতে পারলাম না। দুজনেই নাস্তা করলাম বাসায় আসলাম ৩.১৫তে এসেই কিছু সময় বিশ্রাম করে গোসল করতে গেলাম।গোসল শেষে সময় ৪টা
বিকেল৪টাঃ কী আর করার দুপুরে খাওয়া করতে হলো দুপুর গড়িয়ে বিকেলে। ওতো কেন সমস্যা আমার নেই। কারন ঈদের মৌসুম চলছে তাই মাংস যেন নিত্যদিনের খাওয়া। তাই খাওয়া করতে সমস্যা নেই।খাওয়া করে বিছানায় শুয়ে পাকিস্তান বনাম ইংল্যান্ডের টেস্ট খেলা দেখছিলাম কখন যে ঘুম আসলো উঠে দেখি ৬টা বাজে।
বিকেল ৫ টাঃ ঘুম
সন্ধ্যা ৬টাঃ ঘুম থেকে উঠে মাঠের দিকে রওনা দিলাম। আজ তীব্র গরমে মাঠে ভীড় কিছুটা কম।তবুও যারা ছিলো তাদের সাথে সময় কাটিয়ে। ৬.৪৮এ বাসার দিকে রওনা।
সন্ধ্যা ৭টাঃ সন্ধ্যা ৭টায় মা নামাজ পড়ে আসলো। নাস্তা করলাম। আম, মুড়ি,সেমাই,মিষ্টি। এসবেই বেজে গেল ৮টা
রাত ৮টাঃ ইংল্যান্ডের সাথে পাকিস্তানের ম্যাচ উপভোগ করছি সাথে ফোন চালাচ্ছি। এটা গেল ৮টা থেকে ৯টার মধ্যকার সময়।
রাত ৯টাঃ এশার নামাজ শেষে সবাই মাঠে বসে কিছু সময়ের জন্য। তাই আমিও যাই ওর লুডু খেলে ক্রামবোর্ড খেলে এভাবে সময় পার হয়।
রাত ১০টাঃ এখনো ক্লাবে আমি বিদ্যমান।
রাত ১১টাঃ রাত ভারী হচ্ছে তাই আর দেরি না করে আবার বাসায় আসলাম এখন টিভি,ফোন এসবেই কাটবে।
এর থেকে বিস্তারিত আর বলতে বললে আমি বলতে পারবো না ভাই।
আমাকে মাফ করবেন আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আজকের লেখায় নিয়মটা সত্যিই ভালো হয়েছে৷ ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit