আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
জুম্মা মোবারক। আল্লাহর অশেষ রহমতে আমি বরাবরের মতোই আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন।
৭ই আগষ্ট ২০২০।
রোজ শুক্রবার দিনটা অন্য সব দিনের মতো না।
এই দিনের ফজিলত অনেক।আমরা মুসলিমরা জানি এই দিনের মহত্ত্ব কত।
আমি আল্লাহার বান্দা না জানি কোন দিন আল্লাহ আমার দোয়া কবুল করে সেই অপেক্ষায়।
আমার অন্যান্য দিনের মতো এই দিন শুরু হয় না।
এই দিনটা একটু ভিন্ন ভাবেই শুরু হয় আমার।
অন্যান্য দিনের শুরু যেখানে হয় ১১টায় সেখানে শুক্রবার একটু জলদি শুরু হয়।
সকালঃআজকের দিনটার সকাল গড়িয়ে কখনো দুপুর হয় সেটা বোঝা মুশকিল। তাই সময় ভাগ করতে পারলাম না।
সকালে জানালায় একজন ডেকে গেল শুক্রবার উপলক্ষে ক্রিকেট আয়োজন হয় তাই।
তার ডাকে সারা দিয়েও আমি আরো কিছুক্ষণ ঘুমলাম।
সকাল ৮টায় উঠে সরাসরি মাঠে চলে আসি।এসেই দেখি খেলা চালু হয়ে গেছে। তারা আমাকেও এক দলে নিলে তখনও আমি ঘুমের ঘোরেই আছি। তবুও তখনই আসলো ব্যাটিং করার পালা।কি করার ঘুম নিয়েই কিছু সময় নিয়ে ব্যাট করলাম।প্রথম ম্যাচটা হেরে গেলাম।
এভাবে পর পর ৩টা ম্যাচ হারায় মন কিছুটা খারাপ করে চলে গেলাম বাসায় নাস্তা করতে। তখন ঘড়ির কাঁটায় ১০টা বাজে।নাস্তা করে আবার মাঠে ফিরলাম ১১.৩০ এ।
আবার নতুন করে খেলা শুরু হলো। ভাগ্য খুবই খারাপ পর পর ৪টা ম্যাচই হারলাম এটা সহ।খেলা শেষ করতে করতে ১২.৪৫ চলে গেলাম বাসায় গোসল করে নামাজে চলে গেলাম।
দুপুর পর্বঃ শুক্রবার নামাজ পড়ে বাসায় আসলাম ২টা বাজে। এসেই কি করার সকালে প্রচুর খেলার পর ক্লান্ত শরীরে খিদে একটু বেশিই লাগে তাই খাওয়া করে রেস্ট করলাম ৫টা পর্যন্ত তার পর সেজা চলে গেলাম নামাজে ওখান থেকে মাঠে তারপর হাইওয়ের ওদিকে চলে গেলাম বাতাস নেওয়ার জন্য বাড়ি ফিরলাম মাগরিবের সময়।
মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। এখন নাস্তা করে কিছু সময় বিশ্রাম করে ফোন চালালাম।
সন্ধ্যা পর্বঃ মাগরিবের নামাজের পড় নাস্তা করে ফোন চালালাম ৮.৩০পর্যন্ত তারপর এশার নামাজের পড়ে চলে এলাম মাঠ। এখন ক্লাবে বিদ্যমান আমি। কিছু সময় এখানে বসে রাত এগারো বাজলেই বাসা চলে যাবো।
আপনারাও নামাজ পড়ুন অন্যকে উৎসাহিত করুন। সবাইকে নামাজে ডাকুন। আল্লাহ না জানি কখন কাকে কবুল করে তাই আল্লাহকে ডাকতে থাকুন।
আজকের মতো এখানেই থামলাম।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আল্লাহ হাফেজ 😊❤
সব rules মোতাবেক করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নামাজ বেহেশতের চাবি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই @cripto2000
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for sharing your diary with us,
Here is a little tips from @steemitblog,
For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone
Also join LUCKY 10S
#onepercent
#bangladesh
greeting from @tarpan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit