আসসালামু আলাইকুম |
---|
25% Payout To @null
বন্ধুরা,সকালবেলা ঘুম থেকে উঠে কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, বন্ধুরা ফোন দিয়েছিল আজকে নাকি কলেজ যেতে হবে,সেজন্য সকালবেলা উঠেই তাদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলেছি। খাওয়া-দাওয়া করতে প্রায় ৯ টা বেজে যায় তারপরেই বন্ধুরা ফোনের উপর ফোন দিয়ে আসার জন্য বলে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে। বাজারে তার কাছে পৌঁছে যায় তারপর সেখান থেকে আমরা ভ্যানে করি পার্বতীপুরের দিকে রওনা হলাম আমার দুইজন বন্ধুর মধ্যে একজন আমার সঙ্গে ছিল আর একজন পার্বতীপুর রেল স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করতে ছিল।
লোকেশন
আমরা বাজার থেকে বের হয়ে প্রায় ৩০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলাম গিয়ে দেখি সেখানে সে হাটাহাটি করছে তারপর থেকে হাত দিয়ে ডাক দেওয়ার পর তার কাছে চলে যাই।
লোকেশন
সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বন্ধুদের নাকি খিদে লেগেছে তাই সবাই মিলে রেল স্টেশনের নিচে একটি মুড়ির দোকানে বুট মুড়ি খাচ্ছিলাম সেখানে খাওয়া অবস্থায় সেলফি তুলি
খাওয়া শেষ করার পর আমরা কলেজের দিকে রওনা হলাম যাওয়ার সময় ফেলে রাখা রেলগাড়িগুলোতে বসে আমরা ছবি তুললাম তারপর সেখান থেকে যাওয়ার পথে আমার কিছু কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় তাদের সাথে কথা বলে দেখলাম যে কাজের জন্য আমরা কলেজ যাচ্ছি সেই কাজটা নাকি হবে না তাই আমরা সেখান থেকে আবারো ফেরত চলে আসলাম।
লোকেশন
এখন আমার সঙ্গে থাকা বন্ধু গুলোর সঙ্গে দেখা করার জন্য নাকি তাদের দুইটি বান্ধবী আসবে তাই আমরা রেলস্ট্রেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা চলে আসে তারপর আমরা সেখান থেকে প্রায় বারোটার দিকে তাদেরকে নিয়ে কফি হাউজে চলে যাই।
কফি হাউজ এ গিয়ে কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলার পর অর্ডার দেওয়ার জন্য আমার বন্ধুকে বলি কিন্তু বন্ধু আমাকে আমার পছন্দ মত দেওয়ার কথা বলল তাই আমি বেশি কিছু অর্ডার না দিয়ে শুধুমাত্র লাচ্ছি অর্ডার দিয়েছি।
লাচ্ছি | ৮০ টাকা |
---|---|
৫ টা লাচ্ছি | ৪০০ টাকা |
লাচি গুলো খেতে খুবই সুস্বাদু ছিল ধীরে ধীরে খাচ্ছিলাম এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম।
সবাই মিলে আড্ডা দিতে দিতে প্রায় দুইটা পার হয়ে গেছে সেজন্য আমি আমার বন্ধুদের কে বাসায় যাওয়ার জন্য বলি,
তারপর কফি হাউজ থেকে বের হয় আমরা তাদেরকে ভ্যান উঠাই দিয়ে, বাসার দিকে রওনা হলাম তারপর সেখান থেকে বাসায় আসতে আসতে প্রায় তিনটা বেজে যায়।
লোকেশন
বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের স্কুল মাঠে খেলা দেখার জন্য চলে যাই, সেখানে অনেক সুন্দর একটি খেলা উপভোগ করেছি
তারপর সেখান থেকে আটটার দিকে বাড়ি চলে আসি বাসায় এসে খাওয়া করে, এডিট এর কাজ শেখার জন্য ফটোশপ এডিটের কিছু ভিডিও আমার ফোনে ডাউনলোড করেছিলাম সেগুলো দেখে দেখে শেখার চেষ্টা করছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল তাই ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
ডিভাইস | Infinix Hot 9 Play |
---|---|
ফটোগ্রাফার | @rabbani71 |
বন্ধুরা এই ছিল The Diary Game পোস্ট,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @nadiaturrina , @sailawana @magkfirah0908 এবং @dsc-r2cornell আশা করি,আপনারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit