The || 14th-October-2023steemCreated with Sketch.

in hive-138339 •  2 years ago 

আমার প্রতিদিনের রুটিন

আমি প্রতিদিন সকাল ৮-৯ টায় ঘুম থেকে উঠি৷ এরপর আমি বাড়িতে থাকি কখনও আবার কখনও জমি দেখতে যাই৷ আমি সকালে নিজে চা বানিয়ে খাই৷ অনেক সময় আমার মা বানিয়ে দেয়৷ আমার দুই ছেলে মেয়ে৷ আমার ছেলের বয়স ৫ বছর৷ তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি৷ আর মেয়ের বয়স ৩ মাস। তাদেরকে নিয়ে আমি সারাদিন পার করি।

আমার বাড়িতে সুপারি গাছ, বাঝ ঝাড়, জমি রয়েছে৷ আমি সে গুলো দেখাশোনা করি৷ আমার আর কোন কাজ নেই৷ আমি কাজকর্ম করি না৷ কাজ করতে ভালো লাগে না৷

মাঝে মাঝে বাজারে যাই৷ বন্ধুদের সাথে আড্ডা দেই৷ আমার ছোট বেলার অনেক বন্ধু আছে৷ তারা সবাই চাকরি করে। আমি এ শুধু বেকার৷

ছোট বেলা থেকে আমি পর উপকারী। আমি যেকোন মানুষের বিপদের এগিয়ে যাওয়ার চেষ্টা করি। মানুষ বিপদে আপদে আমাকে ডাকেন৷ আমি সব সময় ফ্রী থাকি৷ তাই সবাই যে কোন কাজে আমাকে দ্রুত পেয়ে যায়৷ আমি মটর সাইকেল পছন্দ করি৷ আমি প্রায় সময় মোটরসাইকেল নিয়ে এখানে ওখানে গিয়ে থাকি৷ মটর সাইকেল চালাচ্ছি আজ প্রায় ১৫-১৬ বছর হচ্ছে৷ আমি মটর সাইকেল চালাতে পারদর্শী হয়ে উঠেছি৷ আমি দেখে শুনে মোটরসাইকেল চালাই।

1000001833.jpg

1000001832.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!