গোপাল ভাড় আমার অনেক পছন্দের একটি কার্টুন। আমি প্রতিদিন গোপাল ভাড় দেখি৷ গোপাল ভাড় অনেক পুরাতন একটি কার্টুন। আমি ছোট থেকে এই কার্টুন দেখে আসছি৷ এই কার্টুন এর এপিসোড এর কোন শেষ নাই।
ছনি আট এ প্রতি সপ্তাহে গোপাল ভাড় কার্টুন দেখানো হয়৷ গোপাল ভাড় অনেক চালাক একজন লোক ছিলেন৷ রাজা কৃষ্ণ চন্দ্রের ভাড় ছিলেন গোপাল ভাড়৷ তার কাজ ছিলো সভাকে মাতিয়ে রাখা। গোপাল ভাড় তার বুদ্ধি ও কাজ দিয়ে রাজা কৃষ্ণ চন্দ্রকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাতেন।
রাজা কৃষ্ণ চন্দ্র একজন ভালো রাজা ছিলেন৷ তিনি তার প্রজাদের সব সময় ভালো রাখতেন৷ প্রজাদের কথা রাখতেন৷ প্রজাদের পাশে থাকতেন৷ গোপাল ভাড়ও সারা জীবন রাজা কৃষ্ণ চন্দ্রের সাথে ছিলেন৷ গোপাল ভাড় তার বুদ্ধি দিয়েই সারাজীবন রাজাকে বাঁচিয়ে রেখেছেন।
গোপাল ভার কার্টুন দেখেন নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না৷ সবারই গোপাল ভাড় কার্টুন পছন্দের৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit