আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। @steemitblog ঘোষণা করেছেন #steemaward2021 আ্যাওয়ার্ড দিবে। সেরা কমিউনিটি, সেরা লেখক, সেরা অবদানকারী এবং সেরা সম্প্রদায়কে। এবছর অনেকে অনেক ভালো কাজ করেছেন। নিচে সেরাদের নিয়ে আমি আমার মতামত প্রকাশ করছি।
Best Community: "Steem Bangladesh"
সেরা কমিউনিটি: steemit এ অনেক গুলো কমিউনিটি আছে যাদের মাঝে Steem Bangladesh
কমিউনিটি বাংলাদেশের সফল কমিউনিটি গুলোর একটি । আমার steemit এর যাত্রা খুব একটা বেশি নয়, এইতো কিছু দিন আগেই সব কিছু বুঝে কাজ করতে শুরু করেছি। আমার কাজের শুরু থেকেই এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছি। এই কমিউনিটিতে সব সময় কোয়ালিটি সম্পন্ন পোস্ট করা হয়ে থাকে,এই কমিউনিটিতে সবাই সব সময় নিত্য নতুন কিছু বিষয়ে পোস্ট করে থাকে,কোনো প্রকার নকল বা অন্যের চুরি করা পোস্ট এই কমিউনিটিতে নেই। এই কমিউনিটি সঠিক নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে,এতে করে নিয়ম লন্ঘন করার কোনো সুযোগ নেই। তাই সকলের কাছে Steem Bangladesh কমিউনিটি অনেক প্রিয় এবং সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।এই কমিউনিটিতে চার হাজার এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে । এছাড়াও এই কমিউনিটিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যার ফলে অনেকে তাদের প্রতীভা প্রকাশ করার একটা সুযোগ পেয়ে থাকেন। সকলে অনেক আগ্রহ নিয়ে এই কমিউনিটিতে কাজ করে এজন্য আমার কাছে মনে হয়েছে Steem Bangladesh কমিউনিটি হচ্ছে সেরা কমিউনিটি।
Best Contributor: @toufiq777
আমি #steem-bangladesh কমিউনিটি এর মডেরেটর @toufiq777 ভাইকে সেরা অবদানকারী হিসেবে মনোনীত করেছি। কারণ @toufiq777 ভাই এর মধ্যে সেরা অবদানকারীর সমস্ত গুণাবলী রয়েছে। তিনি সম্প্রদায় এবং প্ল্যাটফর্মে সততা এবং নিষ্ঠার সাথে অবদান রেখে চলেছেন। তার কারণেই বাংলাদেশে স্টিমিট প্ল্যাটফর্মের সম্প্রসারণ ঘটেছে। তিনি তার মুল্যবান সময় গুলো কমিউনিটির জন্য কাজে লাগান, সেজন্যই আজকে বাংলাদেশ স্টিমিট প্ল্যাটফর্মে এতদূর এগিয়ে গেছে। তার কারণে অনেকেই এই প্লাটফর্মে কাজের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং আমি নিজেও উনার মাধ্যমে এখানে কাজ করতে আগ্রহী হয়েছি। তিনি সবাইকে অনেক ভালো সহযোগিতা এবং দিকনির্দেশনা দিয়ে থাকেন। এক কথায় তিনি অসাধারণ অবদান রেখে চলেছেন। তাই আমি সেরা অবদানকারীর জন্য আমার মনোনয়ন@toufiq777 ভাইকে ঘোষণা করতে চাই।
Best Athor: @toufiq777
আমার মতে সেরা লেখক @toufiq777 ভাই। তার পোস্টগুলো সবগুলো অত্যন্ত সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। সেই সাথে তার পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অন্যদের ভালো পোস্টে তিনি সবসময় কমেন্ট করে থাকেন যেটা দেখে অনেক সদস্য উৎসাহ পায় এবং ভালো পোস্ট করে থাকেন। তার পোস্টে তিনি সব সময় স্বচ্ছতা বজায় রাখেন। তার অসাধারণ পোস্ট দেখে আমরা সব সময় অনুপ্রাণিত হই। আমরা সবাই চেষ্টা করি পোস্ট গুলো লক্ষ্য করার যাতে কিছু শিখতে পারি।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ