The dairy game season 3||sunday-12-2021||30% for hive-138339

in hive-138339 •  3 years ago  (edited)

সকাল

আজকে সকাল ৭.৩০ টায় ঘুম থেকে উঠে দাত ব্রাশ করে হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর বাইরে একটু হাটঁতে গেলাম শীতের সকালে হাটঁতে ভালো লাগে তাই একটু হেটেঁ এসে নাস্তা করলাম। এরপর পড়ার টেবিলে গেলাম কিছুক্ষণ বইপড়ার পর, গোসল করে কলেজ যাওয়ার জন্য প্রস্তত হলাম কলেজ আসার পর সব বন্ধুরা মিলে ক্লাস করলাম। এরপর কলেজ ছুটি দিলে
সব বন্ধুরা মিলে একসাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলেজ ইউনিফর্ম বদলায় কাপড় পড়ে ফ্রেশ হলাম।

received_441529344347978.jpeg

দুপুর

কলেজ থেকে আসার পড় খুব ক্লান্ত লাগতেছিল তাই একটু শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম যানি না, ঘুম থেকে উঠে দেখি ২.৪৫ বাজে তাই তারাতারি গোসল করে দুপুরের খাওয়া শেষ করে নিলাম। এরপর আবার একটু টিভি দেখতে বসলাম।

received_2774649972836015.jpeg

বিকাল

একটু টিভি দেখার পর এলাকার ছোট ভাই খেলতে যাওয়ার জন্য বাসায় এসে ডাকতেছিলো তখন টিভি অফ করে মাঠে গেলাম এবং এলাকার বড়- ছোট সবাই মিলে সন্ধার আগ মুহুর্ত পর্যন্ত ফুটবল খেললাম। তারপর মাগরিবের আজানের আগে আগে বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম।

received_637166717324264.jpeg

received_1590311707971154.jpeg

সন্ধ্যা

সন্ধ্যা ঘনিয়ে আসলে মাগরিবের নামাজ পরে,হালকা একটু নাস্তা করে কলেজে সামনে পরিক্ষা তাই বই পড়তে বসলাম, বই পড়া শেষ করে রাত ৮টার দিকে বাসার কিছু খরচ আনার জন্য মা বাইরে যেতে বলেন।

received_5378698738813169.jpeg

রাত

বাহিরে থেকে বাসায় এসে তারপর একটু টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে সবাই মিলে একসাথে ভাত খেলাম। খাওয়ার পরে একটু ফেসবুক চালানোর পর ঘুমাতে গেলাম।

received_606545073936356.jpeg

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডায়েরি পোস্ট পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই ভাল একটি দিন কাটিয়েছেন খেলাধুলা করে বন্ধুদের সাথে ।ধন্যবাদ ।