আপনার ভুলঃ
আপনার স্টীমিট আইডি নাম এক আবার হাইভের নাম আরেক। আপনি যে @bdboy একাউন্টের মালিক। এর প্রমাণ আপনাকে এই আইডিতে শেয়ার করতে হইতো।
আপনি হাইভে পোস্ট করেছেন ১ মাস আগে৷ সেই পোস্ট ১ মাস পর স্টীমিটে শেয়ার করেছেন৷ আবার #steemexclusive ট্যাগ ব্যবহার করেছেন। যে পোস্ট কখনও কোথাও ব্যবহার করা হয় নি সেই পোস্ট এ আপনি #steemexclusive ট্যাগ ব্যবহার করতে পারবেন৷
আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
জি বুঝতে পেরেছি স্যার। এখন আমার যে downvote দিয়ে গেল এর কি হবে স্যার দয়া করে জানাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit