হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি।
আজকে আমি আবার চলে এলাম আপনাদের সাথে আমার আজকের ডাইরি শেয়ার করতে।
আজকের ডাইরি
শনিবার
১১-০৯-২০২১
★সকাল★
শনিবার
১১-০৯-২০২১
★সকাল★
সকাল সকাল আমার কলেজে যাওয়া।
সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি। এরপরেই ব্রাশ করে সকালের খাবার খাই। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে মহাখালীর দিকে রওনা হই। আজকে কলেজ একটু কাজ ছিল তাই মহাখালীতে আমার কলেজ যাই। কলেজে অনেকটা সময় পার করি এরপর কলেজর কাজটি করে বাসায় আসার উদ্দেশ্যে বের হই। এরপর বাসে উঠি বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়।
★দুপুর★
ফোনের স্ক্রিনশট।
দুপুরে বাসায় এসে কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ ফ্যানের নিচে বশি। এরপর গোসল করার জন্য ওয়াশরুমে যাই গোসল করে ফ্রেশ হই। পরে ওযু করে জোহরের নামাজ আদায় করি। তারপরে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বসে থাকি। আজকে দুপুরে তেমন কোনো কাজ ছিলো না। তারপর আমার প্রিয় গেম পাবজি খেলি অনেকটা সময় খেলতে খলতে অনেকটা সময় পর হয়ে এলে তারপর একটু ঘুমাই।
★বিকেল★
বিকেলের দিকে বাজার করা।
বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর আপু বলে যে বাইরে থেকে কিছু বাজার নিয়ে আসতে রাতের জন্য। তাই রাতের বাজারের জন্য বেরিয়ে পড়ি। কিছু সবজি আর ডিম কিনে নিয়ে আশি রাতের জন্য। বাসায় এসে বাজার রান্না ঘরে রেখে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। বিকেলে আর তেমন কন কাজ ছিলো না।
★রাত★
রাতে খাবারের পরে চা খাওয়া।
সন্ধ্যার দিকে মাগরিবের আযান দেয় অজু করে মাগরিবের নামাজ পড়তে যাই মসজিদে। নামাজ পড়ে এসে কিছুক্ষণ বসে থাকি এরপর রাতের খাবারের জন্য আপু ডাকেন। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বসে বিশ্রাম নেই। তারপরে ভাইয়ের সাথে আবার একটু বাইরে যাই এক কাপ চা খেতে। ভাইয়ের সাথে গিয়ে একটি দোকানে বসে এক কাপ চা খেয়ে আবার বাসায় চলে আসি। এবার বেশি দেরি না করে বিছানায় চলে আসি।
আশাকরি সবার ভালো লাগবে
বর্তমানের শসা কত টাকা কেজি ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২০ টাকা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
sundor hoyese
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর দিন কাটিয়েছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর লিখেছেন।সুন্দর দিন কাটিয়েছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit