আসসালামুয়ালাইকুম,আসা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ।আজ আমি আপনাদের কাছে আমার প্রতিদিনের ডায়েরি উপস্থাপন করতে যাচ্ছি। আজ আমার খুব সহজ দিন ছিল। আমার ডায়েরি শুরু করা যাক: -
শীতের কুয়াশামাখা ভোরে ঘুম থেকে উঠেই বেড়িয়ে পরি ফিটনেস জন্য শরীরটা কে একটু দৌড়াদৌড়ি করে ঘামিয়ে নিতে। তারপর বেশ কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসি। আসার পড়ে ব্রাশ করে ফ্রেস হয়ে নাস্তা করলাম । বাড়িতে কালকে মেহমান এসেছে তারজন্য বাজার খরচ করতে হবে সেজন্য বাজারে বেগ হাতে নিয়ে বাজার গেলাম।
এরপর বাজার খরচ করে বাড়িতে চলে আসি। আসার পড়ে একটা জিনিস নিতে ভুলে গেছি সে জন্য আবার সাইকেল নিয়ে যাই।
তারপর আমি মোবাইল ফোন টা হাতে নিয়ে বাহিরে বেড়িয়ে আসি ।এসে একা একা টংগের উপর বসে মোবাইলে গান টা চালু করে বসে থাকি। অনেক সময় পার করে ফেলি কিন্তু কেউই তখন পর্যন্ত আসেনি ।সে জন্য আবার বাড়িতে ফেরত আসি।
বাড়িতে এসে যেন ভাল লাগছিল না। সেজন্য ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিলো না। তারপর বিছানা থেকে উঠে লুঙ্গিটা হাতে নিয়ে গোসল করতে যাই। গোসল করে ভাত খাইলাম । খাওয়া দাওয়া সেড়ে লম্বা একটা ঘুম দিলাম।
ঘুম থেকে উঠেই ফ্রেস হয়ে নিলাম। তারপর খেলা দেখার জন্য জমির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে গেলাম। সেখানে গিয়ে এত দর্শক যে মাঠে জায়গা পাওয়া মোসকিল ছিল । সাগর একাডেমি খেলা বলে কথা। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ খেলোয়াড় সাগর ।তাকে দেখার জন্য বসে আছে হাজারো দর্শক। সাগর একাডেমি কে না চিনে । অবশেষে সাগর একাডেমি নাটোরের কাছে ট্রাইফিকারে 5-4 ব্যবধানে হেরে যায় ।
খেলা শেষে পার্বতীপুর গেলাম বই কেনার জন্য । সেখানে গিয়ে দুই টা বই কিনে সেখানে নাস্তা করে বাড়িতে চলে আসি । তারপর ফ্রেস হয়ে কাপড় পাল্টে মোবাইল ফোনে নাটক দেখছিলাম। তারপর রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে আড্ডা দেওয়ার জন্য মেচেন্জার অন করলাম। তারপর এক সময় মোবাইল ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি।
তো এই ছিল আমার সারা দিনের ডায়েরি গল্প। ধন্যবাদ আমার একটি সারা দিনের গল্টটুকু পড়ার জন্য। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।আবার কালকে দেখা হবে আমার নতুন কোনো ডায়েরি গল্প নিয়ে।
Thank you everyone
Best regards-
@rashesd05
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন 💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই । সুন্দর ডাইরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks a lot vie
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit