Steem Bangladesh Contest : Game Review -Temple run 2||by@rashesd05 ||27-07-2021

in hive-138339 •  4 years ago 


হ্যালো বন্ধুরা



আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। #Steem-bangladesh আয়োজিত Game review তে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ কে আমি গেম রিভিউ তে টেম্পল রান 2 বিস্তারিত জানাব।



image.png
Soruce



  • গেমটির সমর্পকে সংক্ষিপ্ত কথা

  • টেম্পল রান 2 - অর্থ ডে গেমপ্লেঘড়ি।এ টি একটি জাভা গেম।তা সহযেএন্ড্রয়াড ফোনে খেলা যায়।এটি কোন ডাটা বা এমবি খরচ হয় না।সুধু প্লে- স্টের থেকে ডাইনলোড করে নিলে হয়।



  • বিস্তারিত তথ্য
  • টেম্পলরান২নির্মাতাঈমানগি
    স্টুডিওসপ্রকাশকঈমানগি স্টুডিওস
    ক্রমTempleRun
    ইঞ্জিনইউনিটি
    মাধ্যমআইওএস, এনড্রয়েড, উইন্ডোজ ফোন ৮ টাইজেন
    মুক্তিআইওএসবিশ্বব্যাপি: জানুয়ারি১৬,২০১৩,এনড্রয়েডশ্ব্যাপি: জানুয়ারি ২৪,২০১৩[৩]উইন্ডোজ ফোন ৮বিশ্বব্যাপি: ডিসেম্বর ২০, ২০১৩[৪]টাইজেন ফোনবিশ্বব্যাপি: অক্টোবর ১৪, ২০১৬[৫]
    ধরনঅবিরাম চলমান
    কার্যপদ্ধতিএকক-খেলোয়াড়


    জুন ২০১৪ অনুযায়ী, টেম্পল রান ২ এবং পূর্বসংস্করগুলিকে ১ লক্ষ বারের চেয়েও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

  • গেমপ্লে
  • IMG_20210727_182153.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া

    • জলদস্যু কভ লিটারের সাথে আবৃত থাকে এবং কেবল নিজের মতো রানাররা এটি পরিষ্কার করতে পারে! এখন সবুজ হয়ে ওঠার এবং # টেম্পলরানকে আরও সুরক্ষিত করতে সাহায্য করার সময় এবং তিনিপালিয়ে বেড়ায়।


    IMG_20210727_182317.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া



    • টেম্পল রান 2 পূর্বসংস্কার পুলিশ কন্ট্রোল রয়েছে কিন্তু এটি নিজেকে এই গেমপ্লায় জলপ্রপাত এবং আগুনের জেড প্যারাসুট এর নতুন নতুন প্রতিবন্ধকতা চালু করে সামান্য ভিন্ন করা হয়েছে আরও রয়েছে নতুন শক্তি বৃদ্ধি এবং খেলোয়াররা এখন সবুজ মনি ব্যবহার করে মৃত্যু থেকে প্রধান চরিত্র টি কে বাঁচানোর ক্ষমতা আছে যা তারা দৌড়ে সংগ্রহ করে। গেমটিতে প্রথম গেমটি থেকে বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে এবং প্রধান চরিত্র টি দ্রুত দৌড়ে তিন তিনটে বানর জাসন গেমে চরিত্রটিকে অনুসরণ করতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখন একটি অসাধারণ বড় বানর নাম হল একমাত্র বিরোধী।


  • ক্যারেক্টর


  • IMG_20210727_182254.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া



    • প্রথমত এখানে একটি প্লেয়ার কে দেওয়া হয় তারপর কয়েকদিন বাকি প্লেয়ার গুলোর কেনা যায়। ক্যারেক্টার চারটি প্লেয়ারের নাম দেয়া হল

    ১|ম্যান অফ আর্মি।
    ২|কুইন ওজি।
    ৩|ওরাকল ওজি।
    ৪|প্যারেটো ওজি।

  • ডেন্জার আপ হাই


  • IMG_20210727_182054.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া

    • আসল টেম্পল রানটি একটি কাল্পনিক দক্ষিণ আমেরিকান-ইস্কুল মন্দির সেটিংয়ে সংঘটিত হয়েছিল যেখানে প্লেয়ারের বীরত্বপূর্ণ সাহসী মরিয়া হয়ে পৈশাচিক বানরের একদলকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সিক্যুয়াল জিনিসগুলিকে মেঘের উপরে আরও কল্পিত (এবং আকর্ষণীয়) হারিয়ে যাওয়া শহরে নিয়ে যায়। এবার অ্যাডভেঞ্চারারকে অবশ্যই একটি একক বিশাল গরিলা থেকে দূরে থাকতে হবে।


    IMG_20210727_182134.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া

    • টেম্পল রান 2 এর নিয়ন্ত্রণগুলি শিখতে খুব কম সময় নেয়। বাম এবং ডানদিকে টানুন আপনার চরিত্রটিকে খুব সহজেই পরিচালনা করা যায়। মাঝে মাঝে নিজেকে নিচের দিকে টানতে হয় তাহলে গাছের গুড়ি বা নিস দিয়ে পিঠে ভর করে যাওয়া যায়। এই গেমটি সবকিছুতে আপনাকে মেরে ফেলবে না। কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন।


    পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যাপস


  • IMG_20210727_182209.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া



    • যদি কোন খেলোয়ার এই খেলা অফুরন্ত খেলে থাকে তাহলে কয়েক টি আইটেম দক্ষতার সাথে পরাজয় রোধ করতে পারবে।সে কয়েন বা মুদ্রার , আবার ভাসমান পাওয়ার দখল করতে পারবেন। অন্যান্য গেম এর যেরকম পাওয়ার কেনা যায় সেটা টেম্পল রান এ নেই।
      টেম্পল রান 2 খেলোয়াড়দের ক্রয়ের জন্য বেশ কয়েকটি অক্ষর সরবরাহ করে। বেশিরভাগ দামের মুদ্রা, গেমের নরম মুদ্রা, তবে সব নয়।

  • মিশন এন্ট লেভেলিং
  • IMG_20210727_181927.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া



    • লেভেলিং মিশনটি একটি জয়রাইডে্য মত কাজ করে ।
      এখানে নানান পজিশনে খেলা যায় মাঝে মাঝে গাড়িতে চড়ে আবার বাক্সে উঠে খেলা যায় আবার রশি তে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছানো যায়। আবার এমন জায়গায় প্যারাসুট ব্যবহার করা যায়। তা থেকে জলদস্যুর হাত থেকে অনেকটাই দূরে যাওয়া যায়। টেম্পল রান 2 জাভা গেম। টেম্পল রান ফিরি খেলা যায়।


  • আমার লেভেল
  • IMG_20210727_181850.jpg

    গেম থেকে স্ক্রিনশট নেওয়া

    • আমি সময় পেলেই এই গেমটি খেলি আমি 20 লেভেল পর্যন্ত খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে তাই সময় কাটানোর জন্য খেলে থাকি। গেমটিতে অনেক মজা পেয়েছি।তিন বার প্যারাসুটে চলতে পারলে লেবেল পার হয়। তিনটি জয়গায় এই গেম টি খেলা হয়।

    গেমটি সম্পর্কে আমার মতামত


    • গেমটি আমার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি। গেমটি আবার খেলতে কোন প্রকার এমবি খরচ হয় না। গেমটি অনেক অনেক জায়গায় দুটি লোক পথ আগলে ধরে থাকে কালো পতাকা নিয়ে তাদের থেকে রক্ষার জন্য টপকিয়ে যেতে হয় । আমার এই জায়গাটাতে অনেক ভালো লাগে। আপনারাও খেলা দেখতে পারেন।

    আসা করি আমার গেম রিভিউ টি ভালো লাগবে আপনাদের।আর কোন কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন।



    Thank you all steem friend



    Best regards-
    @rashesd05

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আমার পছন্দের একটি গেম

    ধন্যবাদ

    অনেক সুন্দর এই গেমসটি। আমিও অনেক সময় এই গেমসটি খেলেছি।

    ধন্যবাদ

    ভালো ছিলো আপনার গেম রিভিউ

    ধন্যবাদ ভাই

    এই গেমটি অনেক খেলেছি। ভালো একটি গেম। ভালো রিভিউ দিয়েছেন।

    ধন্যবাদ ভাই