স্টিম বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যে, আমি গান গাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
আমি মনে করি পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে বাবা। মা আমাদের গর্ভে ধারণ করে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু বাবা হচ্ছে একটা দেয়াল যে দেয়ালের ভেতরে থেকে আমার মা আমাকে আগলে রেখে বড় করেছে। কিন্তু এই দেয়ালের বাহিরে থাকা ঝড়-বৃষ্টি বিপদ-আপদ থেকে সব কিছু থেকে রক্ষা করেছে আমার বাবা। আমি মনে করি আমার মা এবং আমার জীবনের সবচেয়ে দামি মানুষটি হচ্ছে আমার বাবা। বাবা আমাদের কাছে দামি শুধুমাত্র এই জন্যই নয় যে আমার বাবা আমার সকল মৌলিক চাহিদা পূরণ করে । বাবা যে আমার সাপোর্ট বাবা যে আমার পরিচয়। আমার সবকিছু শুধুমাত্র সেই একটা ব্যক্তির জন্য। সে তার পুরো জীবনটা শুধু এটাই চিন্তা করেছে যে, আমি কিভাবে বড় হব,আমি বড় হয়ে কি করব,আমার জীবনটা কিভাবে সুখের হবে। আমার কখন কী লাগবে,সেটা নিয়ে চিন্তা করেছে তার কি দরকার সেটা নিয়ে সে কখনোই চিন্তা করেন।
পৃথিবীর সব বাবা যেন ভালো থাকে। পৃথিবীর সকল সন্তান যেন তাদের বাবার স্বপ্ন পূরণ করতে পারে। সবার বাবার যেন বেঁচে থাকতে তার ছেলেকে ভালো একটা অবস্থায় দেখতে পারে।
ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো, ও খোকা যখন আমি থাকবো না
কী করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী
বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা, মানিক কোথায় আমার ওরে বুকে আয়
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52 ও @hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।
জেমসের জনপ্রিয় এই গানটি অসাধারণ গেয়েছো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vaia
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর গান উপস্থাপন করতে পারেন। তবে ভিডিওটি horizontal mode এ করার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vaia . Next time♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit