হ্যালো ভাই-ব্রাদার
আমার নাম মোঃ রেজাউল রেজা এবং আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার ইউজার আইডি হল @reza07। আমি আজকে এই পোষ্টের মাধ্যমে আমার সমস্ত দিনের কর্মকাণ্ড শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক মূল পর্বে।
দিনের পূর্ব ভাগ
প্রতিদিনের মতো আজকের সকালটা শুরু করতে পারলাম না। সকালটা শুরু হওয়ার কথা ছিল একটু ফুরফুরে মেজাজে।কিন্তু সেটা আর হলো না।যদিও আমি প্রতিদিন সকাল সাতটায় উঠি।যথা সময় ঘুম থেকে উঠতে না পারার কারণ হচ্ছে কালকে বাংলাদেশ আন্ডার নাইনটিন বনাম ইন্ডিয়া আন্ডারনাইনটিন কোটারফাইনাল খেলা ছিল।
খেলা দেখার কারণে আমি যথা সময় ঘুম থেকে উঠতে পারেনি। কিন্তু শেষমেশ 5 উইকেট এর পরাজয়ের হতাশা নিয়ে আমাকে ঘুমাতে হয়। এবং সকাল৮টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। নাস্তা করে আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দেই।
দিনের শেষ ভাগ
সকালবেলার কার্যক্রম শেষ করে আমি বাসায় ফিরি। এবং বাসায় ফেরার পর যদিও ঠান্ডা তবুও গোসলটা সেরে নেই। এবং সবাই মিলে দুপুরের খাবার টা সেরে নেই। তারপর রুমে গিয়ে একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পর হাঁটতে হাঁটতে আমাদের ভুট্টাক্ষেত এবং আলুক্ষেত পরিদর্শন করতে যাই। এবং ক্ষেতের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে । যে এবার অনেক বেশি ফলন পাওয়া যা
জমি পরিদর্শন শেষে বাসায় এসে একটু হালকা নাস্তা করে নেই। তারপর বাজারের উদ্দেশ্যে রওনা দেই। এবং বন্ধুদের সাথে বাজারে আড্ডা দেই। তারপর সব বন্ধুরা মিলে একসাথে নাস্তা করি। নাস্তা করা শেষে হলে যে যার মতো করে বাসায় চলে যাই।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Alhamdulillah, it is good to read your comment. If you are by our side, we will move forward inshaAllahinshaAllah.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো পোস্ট লিখেছেন। কবুতর গুলা দারুন দেখাচ্ছে। আমি পারসোনালি কবুতর আনেক ভালোবাসি। আজকে এক দোকানদার বললো "মাছের খাইতে হবে মাও আর কবুতরের খাইতে হবে ছাও" ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ছোট কবুতরের মাংস আমারও বেশ পছন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit