The Dairy game 14/08/2020. This is my Dairy Game.

in hive-138339 •  5 years ago 

আসলামু আলাইকুম

সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসি। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো।

আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ৮:৩০ মিনিটে। আম্মু বলছে তাড়াতাড়ি উঠতে। তবুও উঠতে পারি নাই। ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম।বাথরুম থেকে বেড় হয়ে ব্রাশ করলাম। ব্রাশ করে নাস্তা করলাম। নাস্তাতে ছিল ডিম রুটি। আর চা। নাস্তা করে উঠলাম। আজকে বাড়ীতে প্রোগ্রাম ছিল। আামার চাচাতো ছোট ভাইয়ের মুসলমানি। তাই বাড়িতে অনেক কাজ ছিল। কাজ করা শুরু করলাম।

কাজ শেষ করে গোসল করতে ঢুকলাম। গোসল করতে করতে জুমার আযান হল। গোসল করে বেড় হলাম তারপর ওযু করলাম। ওযু করে পান্জাবী পায়জামা পড়ে আতর লাগালাম। তারপর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদের খতিব সাহেব ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুনলাম। খতিন ওয়াজ খুব সুন্দর। ওয়াজ শেষে খুতবা শুরু হল। তারপর জুমার নামাজ শুরু হল। নামাজ শেষে দোয়া হল।জুমার নামাজের পর যোহরের নামাজ আাদায় করলাম। নামাজ শেষে বাড়ি ফিরলাম।

খাওয়ার জন্য লোক আসে নাই। কিছু সময়ের পরে মানুষ আসা শুরু। খাওয়া দাওয়া চলছে। তারপর আমিও খাওয়া করতে বসলাম। খাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি, মুরগীর রোস্ট, মিস্টি পোলাও। বিরিয়ানি খুব প্রিয়। খাওয়া দাওয়া শেষ। সে সময় আসরের আযান হলো। সেই সময় প্রোগ্রাম শেষ। তারপর আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বন্ধুদের সাথে দেখা ঘুরতে দেখলাম। প্রাকৃতিক দৃশ্য দেখলাম।

IMG_20200802_182731.jpg

তারপর বাড়ি ফিরালাম।বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ওযু করলাম। ওযু করে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। নামাজ পড়ে আসে হালকা নাস্তা করলাম। তারপর steemit post পড়লাম আর comment করলাম।

বাড়িতে এসে ওযু করে নামাজ পড়তে মসজিদ গেলাম। জামাতে ৩ রাকাত ফরজ নামাজ পড়ছি। নামাজ পড়ে এসে হালকা কিছু নাস্তা করলাম। নাস্তাতে দুইটা আলু চাপ খাইলাম।এবং চা খাইলাম। নাস্তা করে উঠে মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি।

IMG_20200802_183828.jpg

এর মাঝে আমার আম্মুর সাথে লুডু খেললাম।আমি জিতছি গেলা আজকে। এর মাঝে এশার আযান হল নামাজ পড়তে গেলাম। এশার নমাজ পড়তেও মসজিদ গেলাম। এশার ৪ রাকাত ফরজ ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতির নামাজ পড়ে আসলাম।আজকে কোরান তেলাওয়াত করতে পারি নাই।আজকে আমার বাড়িতে অনেক মেহমান। আমার ফুপু ফুপা আসছে। আমার মামা মামি আসছে।আর আজকে অনেক কাজ করছি শরীর খুব ক্লান্ত। তারপর একটুক মোবাইল টিপাটিপি করলাম। তারপর রাতে খাওয়া করলাম।ঘুমাতে যাবো। আজকে প্রচুর গরম। গরমে অবস্থা খুব খারাপ। মশারী ছাড়া ঘুমাবো।তারপর শুয়ে শুয়ে ডায়ররী পস্ট লিখাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Bread and egg fry for breakfast is my favorite. I often eat egg fry and bread in the morning.
In our country, the amount of food is a little too much for different types of events. Especially biryani, polao, roast chicken and roast beef.
Potato chops are my favorite..

All in all, you had a great day

#onepercent
#bangladesh

Nice post. Thanks for sharing your Dairy

Thank you so mach

Where did you go to visit? Is there flood water in your area? #onepercent #bangladesh

It's good to know that you spend your time for playing with your mother.
Thanks for sharing your diary with us.
#onepercent

#bangladesh

greeting from @tarpan