আসলামু আলাইকুম
সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসেন। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো। আশা করি ভাল লাগবে ইনশাআল্লাহ।
আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ১০ টায়। আজকে আম্মু সকালে উঠাতে আসছিল।তখন উঠছি। নাহলে কখন যে উঠতাম জানি না। ঘুম থেকে উঠে বাথরুম গেলাম। বাথরুম থেকে বেড় হলাম। তারপর ব্রাশ করলাম। ব্রাশ করে নাস্তা করলাম। নাস্তাত ছিল পটল ভাজি রুটি আর চা। নাস্তা করে উঠলাম।একটুক ঘুরাঘুরি করে গোসল করতে ঢুকলাম। আমি পতি সেমবারে ১ ঘন্টা করে গোসল করি। গোসল করে বের হয়ে। তারপর ড্রেস আপ করে সৈয়দপুর প্লাজায় ডিজিটাল বাংলাদেশ এডুকেশন সেন্টারে কম্পিউটার শিখতে যাওয়ার জন্য বের হলাম।
কম্পিউটার শিখতে যাওয়ার পথে সৈয়দপুর রেলওয়ে ময়দানে ঢুকলাম। দেখি ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। কিছুখন ক্রিকেট খেলা দেখলাম। তারপর রেলওয়ে ময়দান থেকে বের হয় কম্পিউটার সেন্টারে গিয়ে পৌছালাম। তারপর কম্পিউটার শিখলাম। কম্পিউটার শিখে বের হলাম। রাস্তা দিয়ে হাটতে হাটতে বাড়ি পৌছালাম।
বাড়িতে পৌছে মুখ হাত ধুলাম। তারপর ওযু করলাম। ওযু করে যোহরের ৪ রাকাত সুন্নত পড়লাম। ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। ২ রাকাত সুন্নত পড়লাম। ২ রাকাত নফল পড়লাম । তারপর শুয়ে ছিলাম। দুপুর ৩ টা বাজল। দুপুরে খাওয়া করলাম। খাওয়ার মধ্যে ছিল রুই মাছের তরকারী আর ভাত। খাওয়ার পর রেস্ট করলাম।রেস্ট করতে করতে ফোন চালাম। steemit post পড়লাম আর comment করলাম। আম্মু বলল একজনের বাড়িতে গিয়ে কাপড় আনতে। আমি গিয়ে কাপড় নিয়ে আসলাম। কাপড় নিয়ে আসার পর বাড়িতে বসে ছিলাম।
তারপর আসরের আযান হলো। ওযু করে আসরের নামাজ পড়তে গেলাম। আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে বের হলাম। আজকে কোন বন্ধুর সাথে দেখা হয় নাই। জানি না কেন দেখা হয় নাই। মনে হয় সবাই ব্যাস্ত। তাই দেখা হয় নাই। তাই একা একা ঘুরলাম।
ঘুরা শেষ করে বাড়ি ফিরালাম। বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ওযু করলাম। ওযু করে মসজিদে গিয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ জামাতে পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। ২ রাকাত নফল পড়লাম। নামাজ পড়ে আসে আম্মুকে বললাম নুডুলস রান্না করে দিতে। আম্মু নুডুলস রান্না করে দিল। রান্না হাওয়ার নুডুলস খাইলাম। নুডুলস খাইতে মজা লাগে। নুডুলস খাওয়ার পর চা খাইলাম। তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম। আজকে Introduce post দেওয়ার ৭ দিন হল। আর steemit account খুলারও ৭ দিন হল।
এশার আযান হল ওযু করে নামাজ পড়তে মসজিদ গেলাম। জামাতে ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি। ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতিরের নামাজ পড়ছি। নামাজ পড়ে বাড়ি আসলাম মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি। রাতে খাওয়া করলাম। তারপর শুয়ে শুয়ে ডাইয়রী লিখলাম।
Good writing bro, carry on
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so mach
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখতে থাকেন ভালো কিছু পাবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। দোয়া করিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
What's the new thing did you learn from computer centre?
#onepercent
#bangladesh
greeting from @tarpan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit