The Dairy Game 22/08/2020 This is My Dairy Game

in hive-138339 •  4 years ago 

আসলামু আলাইকুম

সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসেন। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো। আশা করি ভাল লাগবে ইনশাআল্লাহ।

আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ৯:৩০। ঘুম থেকে উঠে বাথরুম গেলাম। বাথরুম থেকে বের হয় ব্রাশ করলাম। ব্রাশ করে তারপর গোসল করলাম। তারপর নাস্তা করলাম। নাস্তাতে ছিল গরুর মাংস আর রুটি আর চা। নাস্তা করে উঠলাম। তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম।

১১:৩০ হল উঠলাম ফ্রেশ হয় কম্পিউটার ক্লাস এর জন্য বের হলাম। রাস্তা দিয়ে হাটতে হাটতে কম্পিউটার ক্লাস এর জন্য গেলাম। কম্পিউটার সেন্টারে গিয়ে পৌছলাম। কম্পিউটার শিখলাম। কম্পিউটার ক্লাস শেষ করে বেড় হলাম। দেখলাম বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে সে সময় হালকা ছিল। কিছু দুর হাটে আসলাম। বৃষ্টি জোরে শুরু হল কোন একটা দোকানে আশ্রয় নিলাম। তারপর বৃষ্টি থামল। হাটে হাটে বাড়ি ফিরলাম।

IMG_20200822_135447.jpg

বাড়ি ফিরে মুখ হাত ধুয়ে ওযু করলাম। ওযু করে যোহরের ৪ রাকাত সুন্নত ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। ২ রাকাত সুন্নত পড়লাম। ২ রাকাত নফল পড়লাম । তারপর একটুক শুয়ে ছিলাম। ৩:৩০ টা বাজল দুপরের খাওয়া করলাম। দুপুরে খাওয়ার মধ্যে ছিল ডাল ভাত ঢেরসের ভাজি,আলু ভর্তা কুমড়ার ভর্তা। ঢেরসের ভাজি আমি খায় না। তাই আমি আলু ভর্তা আর কুমড়া ভর্তা দিয়ে ভাত খাইছি। ভাত খায় একটুক রেস্ট করলাম। রেস্ট করতে করতে steemit post পড়লাম আর comment করলাম।

তারপর আসরের আযান হলো। তারপর ওযু করে আসরের নামাজ পড়তে মসজিদ গেলাম। মসজিদে গিয়ে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বের হয় একটুক ঘুরলাম। একটা বন্ধুর সাথে দেখা। সেই বন্ধুর সাথে একটুক ঘুরাঘুরি করলাম।

IMG_20200822_181620.jpg

ঘুরাঘুরি শেষ করে বাড়ি ফিরলাম। মাগরিবের আযান হল। তারপর মুখ হাত ধুয়ে ওযু করলাম। ওযু করে মসজিদে গিয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ জামাতে পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। ২ রাকাত নফল পড়লাম। নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এসে হালকা নস্তা করলাম। তারপর চা খাইলাম তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম। তারপর আম্মুুর সাথে লুডু খেললাম। তারপর আম্মুর সাথে লুডু খেললাম। সেই সময় খুব বৃষ্টি পড়তেছে।

তারপর এশার আযান হল। বৃষ্টি পড়তে ছিল মসজিদ যাইতে পারি নাই তাই ওযু করে বাড়িতে নামাজ পড়ছি। বাড়িতে ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি। ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতিরের নামাজ পড়ছি। তারপর কোরান তেলাওয়াত করছি। তারপর মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি। রাত ১১ টার দিকে রাতে খাওয়া করলাম। তারপর শুয়ে শুয়ে ডাইয়রী লিখলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice dairy . Have a good day .

Thank you .

Thank you so mach

You are most welcome

Do you learn computer every day? How many months are you doing the course? #onepercent #bangladesh

ami cors kori

হুম ভাই তোমার dairy টা অনেক সুন্দর হয়েছে।জীবনে এরকম নিয়মানুবর্তিতা থাকতে হয় তাহলে জীবনে কিছু করা সম্ভব হয়।

ধন্যবাদ ভাই আমার Dairy পড়ার জন্য

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game


We Love Contests


One Percent For Everyone


Also join LUCKY 10S