The Dairy Game 24/08/2020 This is my Dairy Game.

in hive-138339 •  4 years ago 

আসলামু আলাইকুম

সবাই কেমন আাছেন। আশা করি সবাই ভাল আসেন। আমিও আলহামদুল্লিলাহ ভাল আসি।আজকে আমি সারাদিন কি ভাবে কাটালাম তা আমি লিখবো। আশা করি ভাল লাগবে ইনশাআল্লাহ।

আজকে সকালে ঘুম থেকে উঠছি সকাল ৯:৩০ টায়। ঘুম থেকে উঠে বাথরুম গেলাম। বাথরুম থেকে বের হয় ব্রাশ করলাম। ব্রাশ করে নাস্তা করলাম। নাস্তাতে ছিল সুজির হালুয়া আর রুটি আর চা। নাস্তা করে উঠলাম। নাস্তা করে উঠে গোসল করতে ঢুকলাম গোসল করে ১ ঘন্টার পর বেড় হলাম। তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম।

১১:৩০ হল ড্রেসআপ করে কম্পিউটার ক্লাস এর জন্য বের হলাম। রাস্তা দিয়ে হাটতে হাটতে কম্পিউটার ক্লাস এর জন্য গেলাম। কম্পিউটার সেন্টারে গিয়ে দেখলাম বজকে কম্পিউটার সেন্টার খোলা। আজকে আর কম্পিউটার শিখা হবে। কম্পিউটার শিখা শেষ করে রাস্তা দিয়ে হাটতে হাটতে বাড়ি আাসলাম।

FB_IMG_1598262619548.jpg

বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ওযু করলাম। ওযু করে বাড়িতে যোহরের ৪ রাকাত সুন্নত ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। ২ রাকাত সুন্নত পড়লাম। ২ রাকাত নফল পড়লাম । তারপর একটুক শুয়ে ছিলাম। ৩ টা বাজল দুপরের খাওয়া করলাম। দুপুরে খাওয়ার মধ্যে ছিল ডাল ভাত গরুর মাংসের তরকারি আর ভাত। ভাত খায় একটুক রেস্ট করলাম। রেস্ট করতে করতে steemit post পড়লাম আর comment করলাম।

IMG_20200822_181644.jpg

তারপর আসরের আযান হলো। তারপর ওযু করে আসরের নামাজ পড়তে মসজিদ গেলাম। মসজিদ গিয়ে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়ে বের হয় একটুক ঘুরলাম। একটা বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। কিন্তু আজকেও সেই বন্ধু আসে নাই। সেই বলছে তার নাকি শরীর খারাপ। তারপর একা একা ঘুরলাম। সেই সাথে এলাকার একটা বড় ভাই এর সাথে দেখা। বড় ভাইয়ের সাথে কথা বার্তা হল।

কথা বার্তা শেষ করে বাড়ি ফিরলাম। মাগরিবের আযান হল। তারপর মুখ হাত ধুয়ে ওযু করলাম। ওযু করে মসজিদে গিয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ জামাতে পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। ২ রাকাত নফল পড়লাম। নামাজ পড়ে আসলাম। বাড়িতে বসে ছিলাম। সেই সময় কারেন্ট চলে গেল। তারপর হালকা নাস্তা করলাম। তারপর কারেন্ট আসল। তারপর বসে বসে steemit post পড়লাম আর comment করলাম।

তারপর এশার আযান হল। তারপর ওযু করে মসজিদ গেলাম। মসজিদ গিয়ে ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি। ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতিরের নামাজ পড়ছি। তারপর কোরান তেলাওয়াত করছি। তারপর মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি। রাত ১১ টার দিকে রাতে খাওয়া করলাম। তারপর শুয়ে শুয়ে ডাইয়রী লিখলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Good writing bro, keep it up.

Thank you so mach