হ্যালো বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি @steem-bangladesh কমিউনিটিতে আজ প্রথম ফটোগ্রাফি পোস্ট করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
ব্রিয়োনিয়াঃ
এটা ব্রিয়োনিয়া ফুলের গাছ। এই ব্রিয়োনিয়া গাছগুলো সচারাচর এখানে সেখানে পাওয়া যায়। বিশেষ করে রাস্তার পাশে জন্ম নেয়। এই গাছে ফুল ও ফল দেখতে অনেক সুন্দর। ফল গুলো পাকলে আরো অসাধারণ লাগে। লৌকিক পরিবারে ফুলের গাছ ব্রিয়োনিয়ার একটি বংশ। ব্রায়নি এটা পরিচিত নাম।
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
অলকানন্দা উদ্ভিদ:
এই সুন্দর ফুলের গাছের নাম হলো অলকানন্দা
উদ্ভিদ। আমাদের বাগানে এই অলকানন্দা
উদ্ভিদের গাছের জন্ম হয়েছে। এখন গাছে অনেক ফুল ধরছে। ফুলের রং হলুদ। ফুল গুলো দেখতে অসাধারণ ও চমৎকার।
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
লোকেশন:
https://w3w.co/herewith.sedated.sleepwalk
দেশি কবুতরঃ
এটি হলো আমাদের দেশীয় কবুতর। এর রং কালো ও ধূসর এর মিশ্রন। এই কবুতর সকলে পালন করে। আমাদের বাসায় কয়েক জোড়া দেশি কবুতর আছে। এগুলো নতুন কবুতর বাসায় আনার কয়েকদিন হলো। তবে কবুতর গুলো অনেক সুন্দর।
আমন্ত্রণঃ
ধন্যবাদ,
@riju12.
আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit