বাই শাইকেল একটা অতি প্রেয়োজনীয় জিনিস। বাই শাইকেলের ব্যবহার বহু বছর আগ থেকে চলে আসছে। বাই শাইকেল আমরা নানা কাজে ব্যবহার করে থাকি একটা বাই শাইকেলে আমরা দুই জন চড়তে পারি বাই শাইকেল ব্যবহার করা আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি এই বাই শাইকেলে করে আমরা নানান ধরণের জিনিস বহন করতে পারি। বাই শাইকেলের অনেক সুবিধা ও আছে যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গা হেটে যেতে যেখানে সময় লাগে এক ঘণ্টা সেখানে বাই শাইকেলে করে যেতে সময় লাগবে পনেরো মিনিট তাতেকরে কষ্ট ও কম হলো সময়ও বাসলো।তবে শহরের তুলনায় গ্রামের মানুষ বাই শাইকেল বেশি চালায়। বর্তমান যুগে যান্ত্রিক জানবাণের কারণে বাই শাইকেল প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আর বাই শাইকেল চালা শরীরের জন্য অনেক উপকার।
বাই সাইকেল
last year by s55 (57)