আসসালামু আলাইকুম
শুভ সকাল! আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি সারাদিনের ডায়েরি আপনাদের সামনে শেয়ার করছি।
📸সকাল📸
আজকের সকালটা ছিলো কুয়াশায় ঢাকা আর মেঘাচ্ছন্ন। বৃষ্টির মতো কর শীত পড়ছে। আর শীতে ভেজা সকালে আমি বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করে আসলাম।বাসায় এসে ব্রাশ করে মুখ ধৌত করি। সকালে নাস্তা করে প্রাইভেটে যাই।এরপর প্রাইভেটে চলে যাই।ঘন্টা খানিক প্রাইভেট পড়ার বাসায়।
📸দুপুর📸
দুপুর ১২. ৩০ মিনিটে রোদের দেখা মিলল। তারপর দুপুরে গোসল করি।গোসল শেষে গিয়ে বাসার সকলে মিলেই দুপুরের খাওয়া-দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বসে থাকলাম। এরপর আবার বই নিয়ে বসি।৩০মিনিট বই পড়ার পর ভালো না লাগায় ফোনে মুভি দেখি। বাংলা মুভি দেখি। মুভির নাম আকাশ ছোয়া ভালোবাসা।ছবি শেষ করতে না করতেই বিকাল ৫ টা বাজে।এরপর কিছু বাহিরে হাঁটাহাঁটি করতে না করতেই সন্ধ্যা হয়ে যায়।
📸সন্ধ্যা📸
সন্ধ্যা সময় হাত মুখ ধুয়ে নিলাম। এরপর বাজারে গিয়ে বন্ধুদপর সাথে আড্ডা দেই।আড্ডা দেয়ার পর বাসায় আসি।বাসায় এসে আবার বই কিছুক্ষণ পড়ি।এরপর রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যাই।
📸রাত📸
রাত ১০ টার সময় বাজার থেকে বাসায় আসি। বাসায় এসে খরচের ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে রাতের খাওয়া-দাওয়া করি।খাওয়া-দাওয়ার পর কিছুক্ষণ বসে থাকলাম এরপর পর বিছানায় গিয়ে শুয়ে পরলাম।শুয়ে শুয়ে নাকট দেখলাম।নাটকটি বেশ হাস্যকর ছিলো। নাকটের নাম হাড়কিপটে। পুরো নাটক দেখার পর ঘুমিয়ে পড়ি।
সকলেই সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।
আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। আর নাটকটি ভাল কমেডি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Chader chobi ta vloi hyca
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি অনেক ভালো লাগে আমার। হাসতে হাসতে পেট ফেঠে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit