★ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। Steem Bangladesh এ আমার প্রথম পোস্ট।আপনাদের সাপোর্ট পেলে ভালো কিছু করতে পারব ইন শা আল্লাহ।
★ আমি ধানমন্ডিতে থাকি।তাই আজকে আমি আমার সিটির কিছু পিক আপনাদের সাথে শেয়ার করব।আশা করি আপনাদের ভালো লাগবে।
★ এটি একটি সব্জির দোকান। জীবিকার জন্য মানুষ অনেক ভাবে টাকা উপার্জন করার চেষ্টা করে।ভেন গারিতে সব্জির দোকান তারই প্রমাণ দেয়।
★ একটা ছোট চায়ের দোকান।জীবিকার তাগিদে সারা দিন রাত দোকানএ বসে থাকাই যেন চা মামার ইচ্ছা।
★ একটি জুতার দোকান। ভেন এর উপর কয়েকটি জুতাই যেন এই বেক্তির সম্বল।
★ একটি ফাস্ট ফুডের দোকান। তরুণ সমাজের সবার অনেক প্রিয় এই ধরনের দোকান।
★ একজন মেকানিক। দিন এনে দিন খাওয়া মানুষ যাদের বলা হয়।অনেক বিপদএও যেন ওরা হার মানেনা।কেন যেন অনেক আপন মনে হয় ওদের।
★নিজের পায়ে দারানোর বিশাল সপ্ন নিয়ে সিম বিক্রি করার অপেক্ষায় দুইজন তরুণ।
★ মেডিকেল কলেজ। অনেক ছাত্র ছাত্রী ডাক্তার হউয়ার ইচ্ছা নিয়ে এই কলেজ এ ভর্তি হয়।
★ধানমন্ডি বাস থামার জায়গা। এইখানে মানুষের জীবন অনেক বেস্ত।
★ মশলা এবং কিছু খাবার এর জিনিস নিয়ে ভেন গারিতে করে অনবরত ডেকে চলেছে মামা।
★ আমার বাসার সামনের পিক।প্রতিদিন আমি বারান্দায় বসে এই ভিউ দেখতে পাই।