The Diary Game 3: || 15/09/2021 - Simple day ||- 2% beneficiaries @bd-charity

in hive-138339 •  3 years ago 

Assalamu Alaikum everyone. How are you all?I hope everyone is well. I am also well.


IMG_20210916_101900.jpg


আমি আমার ডায়রি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি ভালো লাগবে সবার।


সকাল বেলা


IMG_20210916_005552.jpg

https://w3w.co/fatherly.isolating.keys

সকালে কুমিল্লার পথে রওনা দিলাম


সকাল বেলা ঘুম ভাঙ্গছে সকাল সাড়ে নয়টায়।এরপর আম্মু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আর্জেন্ট কুমিল্লা যাইতে হবে। কি নাকি কাজ আছে তো আমিও উঠে ঝটপট তৈরি হয়ে নিলাম এরপর আগে ভালো ভাবে হাত মুখ ধুয়ে এরপর গোসল করে নিলাম। এরপর গাড়িতে করে রওনা দিলাম কুমিল্লার পথে।


দুপুর বেলা


IMG_20210916_005611.jpg

https://w3w.co/sagging.version.failed

কুমিল্লা যাওয়ার পথে গাড়িতে গ্যাস ঢুকাচ্ছিলাম


কিছুদূর গিয়ে ড্রাইভার বললো গ্যাস ঢুকিয়ে নিতে তাহলে আর ঢুকাতে হবেনা এখন তো আমি নেমে গাড়িতে গ্যাস ঢুকিয়ে নিলাম।এরপর আবার গাড়ি চলা শুরু করলো। গাড়িতে ট্রাভেল করার টাইমে আমার একটা অভ্যাস আছে। অভ্যাসটা হচ্ছে কানে হেড ফোন দিয়ে তাতে একদম ফুল ভলিউম দিয়ে গান শুনি।


বিকেল বেলা


IMG_20210916_005535.jpg

https://w3w.co/tweaked.rankings.sinkhole

কুমিল্লায় নতুন বাড়ি করবো তাই জায়গা দেখতে গিয়েছিলাম


কুমিল্লায় পৌছিয়ে আম্মু, আপুরা আর আব্বুকে নিয়ে গেলাম নতুন জায়গা দেখতে। ওইখানে আমরা নতুন বাড়ি করবো। নতুন বাড়ির জন্য এই পর্যন্ত অনেক জায়গা দেখা শেষ আমাদের কিন্তু শেষ পর্যন্ত কেনো জানি পছন্দ হয়না বা কোনোনা কোনো একটা সমস্যা হয়ে যায়। তবে আজকে খুব ভালো লাগছে জায়গাটা। এটাই নিবো ঠিক করেছি।


সন্ধ্যা


IMG_20210916_005513.jpg

https://w3w.co/threaten.anguished.damp

গাড়িতে গ্যাস শেষ তাই কুমিল্লা সিটিতে গাড়িতে গ্যাস ঢুকাচ্ছিলাম


এরপর জায়গা দেখে বাসায় আসলাম।আম্মু আমি আসলেই অনেক কিছু রান্না করে। প্রত্যেকবার ই এমন করে, আমি অনেক মানা করি এতোসব রান্না না করার জন্য কিন্তু তাও কথা শুনে না।হাসের মাংস, গরুর মাংস এসব সব কিছুই রান্না করে রাখে। তো সবাই মিলে খেলাম অনেক মজা করে।এরপর জমিটা নিয়ে অনেক কথাবার্তা বললাম।


রাতের বেলা


IMG_20210916_103126.jpg

https://w3w.co/afflicted.stereotypes.taskforce

কুমিল্লা থেকে আসার সময় নাস্তা করেছি


এরপর রাতের দিকে গাড়ি নিয়ে রওনা হলাম। রওনা হওয়ার পর একটি হোটেলে দাড়িয়ে নাস্তা ও করলাম।এরপর গাড়িতে বসে গান শুনলাম,ফোন টিপাটিপি করলাম এরপর আস্তে ধীরে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভালোভাবে ফ্রেস হলাম। এরপর আপুর সাথে কথা বললাম এরপর খেয়ে ঘুমাই গেলাম।


এইতো শেষ দিন।দিন কেটে গেলো,এভাবেই কাটে আমার বেশিরভাগ দিন।আমিও এভাবেই থাকি, এইতো আর কি। তাহলে আজকের জন্য যাই,সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।


ধন্যবাদান্তে, @sahadathossen


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই।

ধন্যবাদ

ভালো একটি দিন কেটেছে আপনার।

ধন্যবাদ

Sundor hoyese

ধন্যবাদ

অনেক সুন্দর একটি দিন পোস্ট ভাই

ধন্যবাদ

ধন্যবাদ